Entertainment

Anurager Chhowa: আপনি রূপার আসল বাবা, সূর্যর হাতে প্রমাণ তুলে দিল শিবানী! জানুন আসল ব্যাপারটা

Advertisement

দয়া করে নয়, আপনি রুপার আসল বাবা। দেখুন তার প্রমান! সূর্যর (Surya) হাতে সমস্ত প্রমান তুলে দিল শিবানী। টানটান পর্ব ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, দীপা (Dipa) ও লাবন্য সেনের (Labanya Sen) কথা আড়াল থেকে শুনে ফেলেছে রুপা। আর সে জেনে গিয়েছে ডাক্তারবাবুই তার আসল বাবা। কিন্তু সে কাউকে সেই কথাটা বলতে পারছে না। আর তাইতো তার মনের মধ্যে একটা চাপা কষ্ট কাজ করছে।

কিন্তু সে এই কষ্টের কথা কাউকে বলতে পাচ্ছে না। দীপা (Dipa) যদি কষ্ট পায় এসব কথা শুনে তাইতো সে নিজের মায়ের কাছেও সবকিছু গোপন করে গেছে। শুধুমাত্র ভালো থাকার অভিনয় করে চলেছে। তবে, রুপার (Rupa) চোখের এই ব্যাকুল চাউনি কিন্তু নজর এড়ায়নি দীপা, দীপার বৌদি সহ লাবন্যর। তাদের সকলের মনেই শুধু একটাই প্রশ্ন তাহলে কি সব সত্যি জেনে গিয়েছে রূপা?

ওদিকে সূর্যও রুপার (Surya-Rupa) জন্য টান অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে, রুপা তার কাছে সোনার চেয়ে কিছু কম নয়। এমনকি রুপাকে তার নিজের বলেই মনে হয়। সে চাইলেও রুপার উপর রাগ করতে পারেনা। আর তারপরই সূর্য রুপার জন্য পুতুল কিনে আনলে দীপা তা ফিরিয়ে দেয়। জানায় যে, তার গরিব মা এতদিন তাকে যেভাবে মানুষ করে এসেছে আগামী দিনেও তাই করবে। আর এসবের মাঝেই সোনা-রুপা প্ল্যান করে সূর্য-দীপার (Surya-Dipa) বিয়ে দেবে।

যেমন কথা তেমনই কাজ। সোনা তার বাবাকে চন্দন পরিয়ে আসনে বসায় বিয়ে দেবে বলে। সূর্য (Surya) ভেবেছে সোনা (Sona) খেলা করছে। পুতুলের সঙ্গে তার বিয়ে দেবে। কিন্তু সোনা জানায় ফুলমায়ের সঙ্গে তার বিয়ে দেবে। ওদিকে তখনই রুপা (Rupa) হাজির হয় দীপাকে (Dipa) নিয়ে। তাকেও সূর্যর পাশের আসনে বসায়। আর এসব দেখে তো অবাক হয়ে যায় লাবন্য ও প্রবীর। কিন্তু সূর্য রেগে আসন ছেড়ে উঠে পড়ে। আর দীপাও রুপাকে বকাবকি করতে থাকে।

যদিও তারপর সূর্য রুপাকে (Surya-Rupa) ও দীপা সোনাকে (Dipa-Sona) আদর করে। আর সূর্য সিদ্ধান্ত নেয় যে, সন্তানদের ভালো থাকার জন্য সে আবারও দীপার সঙ্গে থাকবে। কিন্তু শর্ত রাখে যে, কোনো অধিকার বা ভালোবাসা দীপা পাবে না। আর এই খবর কবীরের স্ত্রী শিবানীর কাছে পৌঁছায়। তখন সে ভাবে এবারে সূর্যর সমস্ত সত্যি জানা উচিত। আর তাইতো লাবন্য সেনের সাহায্য নিয়ে রূপা ও সূর্যর ডিএনএ টেস্ট করায়। আর সূর্য-দীপার বিয়ের মণ্ডপে সেটা নিয়ে হাজির হয়।

আর বলে যে, বিয়ে করার আগে তাকে এক সত্যের মুখোমুখি হতে হবে। দয়া করে নয়, আপনি রুপার আসল বাবা। দেখুন তার প্রমান এই বলে সূর্যর (Surya) হাতে তুলে দেয় রিপোর্ট। তাহলে কি আগামী দিনে সমস্ত সত্যি সামনে আসবে সূর্যর? সব ঘৃণা-বিদ্বেষ ভুলে কি এক হবে দুটি হৃদয়? যদিও তা বলবে সময়। তবে, প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি।

আসলে এটি ‛Tolly Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।