‘তুমিই আমার আসল বাবা’, সোনার মুখে কঠিন সত্য শুনে চমকে উঠলো সূর্য! নয়া টুইষ্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

Anurager Chhowa: প্রায় প্রত্যেক সপ্তাহে জমজমাটি পর্ব নিয়ে হাজির হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। নতুন সিরিয়ালের রমরমায় বহু পুরনো সিরিয়াল বন্ধ হয়ে গেলেও আজও দাপট চলছে এই ধারাবাহিকের। বর্তমানে যেভাবে এগোচ্ছে সিরিয়ালের গল্প তাতে এক মুহূর্ত চোখ সরানো চলবে না দর্শকদের। সোশ্যাল মিডিয়ার পাতাতে ঘোরাঘুরি করলেই বোঝা যায় দর্শকরা ঠিক কতটা পছন্দ করেন এই সিরিয়াল। আসলে এই ধারাবাহিকে যেমন সূর্য-দীপার কেমিস্ট্রি নজর কেড়েছে সিরিয়াল প্রেমীদের ঠিক তেমনই প্রতিটি বাঙালি দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে সোনা-রুপা।
ছোট্ট এই দুটি মেয়ের অভিনয় সত্যিই নজরকাড়া। সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে এই অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa)। নিত্যদিন যারা এই সিরিয়াল দেখেন তারা অবশ্য জানেন যে, গত সপ্তাহে হিংসুটে সোনার কষ্ট সহ্য করতে না পেরে সমস্ত সত্যি কথা তাকে বলে দিয়েছে রুপা। অর্থাৎ এখন রুপার মতোই সোনাও জেনে গেছে তারা দুজনেই জমজ বোন এবং সূর্য-দীপা তাদের মা বাবা। সোনার সামনে সত্য কথা ফাঁস হওয়ার পরেই ফের চলে এসেছে সিরিয়ালের নতুন প্রমো।
প্রমোতে দেখা যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ করে হন্তদন্ত হয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকছে সূর্য। সোনা মা, সোনা মা করে চিৎকার করতে করতেই বাড়িতে ঢুকছে সিরিয়ালের নায়ক। বাবাকে দেখতে পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় সোনা। জড়িয়ে ধরে সূর্যকে সে বলে ওঠে, “তুমি আমার আসল বাবা”। এ কথা শুনেই যেন বাজ পড়ে সূর্যের মাথায়। সোনা ঠিক কী বলতে চাইছে সেটা বুঝে উঠতে পারেন না সিরিয়ালের নায়ক। অন্যদিকে রুপা তার মা দীপার দিকে তাকিয়ে প্রশ্ন করে, “এবার কি হবে মা? সব তো শেষ হয়ে যাবে।”
View this post on Instagram
মেয়েকে সান্তনা দিয়ে দীপা বলেন, “কিছু শেষ হবে না”। এই বলেই সূর্যের দিকে এগিয়ে যায় সে। তাহলে কি এবার সূর্যকে সব সত্যি কথা বলে দেবে দীপা? কী হবে এই সিরিয়ালের আগামী পর্বে? কোন দিকে এভাবে ধারাবাহিকের গল্প? জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।