Anurager Chhowa: আপনি বাবা হতে সক্ষম, সূর্যকে সত্যিট জানিয়ে দিল সিনিয়র ডাক্তার, জানুন আসল ব্যাপারটা

Anurager Chhowa: অবশেষে সূর্যের (Surya) সামনে এলো আসল সত্যি। সে যে বাবা হতে সক্ষম তার প্রমান মিললো রিপোর্টে! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রথম থেকেই এই ধারাবাহিকটি সকলের পছন্দের লিস্টে ছিল। বিশেষ করে সূর্য-দীপার (Surya-Dipa) কেমিস্ট্রি ব্যাপকভাবে মনে ধরেছে দর্শকদের। কিন্তু নায়ক-নায়িকা থাকবে আর ভিলেন থাকবে না তা আবার হয় নাকি? আর তেমনই সূর্যের বন্ধু রূপী শত্রু হয়ে দীপা-সূর্যর জীবনে প্রবেশ করে মিশকা।
আর তারপর থেকেই ধীরে ধীরে সূর্য-দীপার (Surya-Dipa) সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মিশকা (Mishka) যেকোনো প্রকারে সূর্যকে বুঝিয়ে দেয় যে সে কোনোদিন বাবা হতে পারবে না। আর সেই বিশ্বাস মনে নিয়েই সূর্য দীপাকে পর্যন্ত ভুল বোঝে। তার সন্তানদের অস্বীকার করে। আর তারপর থেকে তাদের জীবনে কি কি ঘটেছে তা আশাকরি সকলেই জানেন। বর্তমানে সূর্য-দীপার সন্তান সোনা-রুপা নিজেদের মতো করে বড় হয়ে উঠছে।
ওদিকে রূপাও (Rupa) জেনে গিয়েছে ডাক্তারবাবুই তার আসল বাবা। তবে, অনেক চেষ্টা করেই দীপা কিছুতেই সূর্যের কাছে ফিরতে পারছে না। প্রতিবারই কোনো না কোনোভাবে সূর্য দীপাকে (Surya-Dipa) ভুল বুঝছে। আর তাইতো এবার দুই মেয়ে মিলে বাবা-মায়ের সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করে। তাদের আবারও বিয়ে দেবে বলে মনস্থির করে। আর সেই মতোন সূর্য ও দীপাকে পাশাপাশি আসনে বসায়।
কিন্তু এসব দেখে আবারও রেগে যায় সূর্য। তার জীবনের এমন একটি অবস্থার জন্য দীপা (Dipa) সহ বাড়ির সবাইকে দোষারোপ করে। এমনাকি সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তৎক্ষণাৎই হাসপাতাল থেকে ফোন আসে। সূর্যকে এক সিনিয়র ডক্টর ফোন করে জানায় যে, সূর্যের কাছে যে রিপোর্ট আছে সেটা সম্পূর্ণ ভুল। বরং বর্তমানে তার হাতে যে রিপোর্ট আছে সেটা একেবারে সঠিক।
পাশাপাশি এও জানায় যে, সূর্য প্রথম থেকেই বাবা হতে সক্ষম ছিল। কিন্তু কিভাবে এমন ভুল রিপোর্ট হয়ে গেল তা তারা বুঝতে পারছে না। আর এই কথা শুনে তো সূর্যর (Surya) মাথায় হাত। সে বুঝতে পারে এতদিন দীপা (Dipa) সহ বাড়ির লোকজন যা বলে এসেছে সব সত্যি। একজন তাকে শুধুমাত্র ভুল বুঝিয়ে গেছে। তাহলে কি এবার সূর্য তার সব ভুল স্বীকার করে ফিরে আসবে দীপার কাছে? যদিও তা বলবে সিরিয়ালের আগামীপর্ব।
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛New Jalsha Clip Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।