Advertisement
EntertainmentVideoViral Video

মানিকে মাগে হিতে, ‘কপিল শর্মা’তে এসে গান গাইলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি, মুগ্ধ নেটিজেনরা

Advertisement
Advertisements

শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার (Yohani De Silva) গাওয়া ‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe) গানটি একসময় সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানটি ভাইরাল হয়েছে প্রায় বছর খানেক হতে চললো। অথচ এখনও এই গানের ক্রেজ এতটুকুও কমেনি। এই সিংহলি গানের প্রেমে মজেছিল সমগ্র বিশ্ববাসী। বাদ যায়নি বাঙালিরাও। সম্প্রতি এই ইয়োহানিকে দেখা গেলো কপিল শর্মার (The Kapil Sharma Show) শোতে।

মানিকে মাগে হিতে, ‘কপিল শর্মা'তে এসে গান গাইলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি, মুগ্ধ নেটিজেনরা

Advertisements

সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই এই গান নিয়ে মেতে উঠেছিলেন। সম্প্রতি অতিথি হিসেবেই ইয়োহানি হাজির হয়েছিলেন এই শোতে। আর এখানে এসে ভাইরাল ট্র্যাক ‛মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে শোনালেন এই গায়িকা। কপিল শর্মা নিজেই এই গানের ঝলক শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। শ্রীলঙ্কার এই গায়িকার গানের গলায় রীতিমতো মুগ্ধ কপিল শর্মা।

Advertisements

মানিকে মাগে হিতে, ‘কপিল শর্মা'তে এসে গান গাইলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি, মুগ্ধ নেটিজেনরা

এদিন গোলাপি রঙের প্যান্টস্যুটে ধরা দিয়েছিলেন গায়িকা। গিটার বাজিয়ে গান গাইছেন ‛মানিকে মাগে হিতে’। ২০২১ সালে গাওয়া আসল গানের হিন্দি সংস্করণ এটি। অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার আগামী ছবি ‛থ্যাঙ্ক গড’ র জন্য জুবিন নৌটিয়াল এবং সূর্য রগুনাথনের সাথে মিলে এই ট্র্যাকটি তৈরি করেছেন। প্রোমো শেয়ার করে কপিল শর্মা লিখেছেন যে, ‛লেডিস এন্ড জেন্টেলম্যান ভাইরাল সেনসেশন ইয়োহানি এই বাড়িতে’। সঙ্গে কয়েকটি নাচের ইমোজিও দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

ওই প্রমোতে আকৃতি কক্করকেও দেখা যাচ্ছে। ইয়োহানি তার গান ‛মানিকে মাগে হিতে’ ভাইরাল হওয়ার পর থেকেই ইন্টারনেটের সেনসেশন হয়ে ওঠেন। এরপর থেকেই ধীরে ধীরে হিন্দি নানান অনুষ্ঠানে তার দেখা মেলে। এমনকি এক সাক্ষাৎকারে ইয়োহানি এ.আর রহমান, হানি সিং এবং ডিভাইনের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এমনকি বলেছিলেন আমি বলিউডের সঙ্গীতের একজন বড় ভক্ত। শ্রীলঙ্কার অনেক সঙ্গীত বলিউড থেকে অনুপ্রাণিত। আপাতত কপিল শর্মার শোয়ের এই পর্বটি দেখার অপেক্ষায় সকলেই।