Yash-Nusrat: বোটের ওপর খুল্লামখুল্লা রোমান্স যশ-নুসরতের, ভাইরাল তারকা জুটির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও

টলিপাড়ার অন্যতম চর্চিত তারকা জুটি হলেন যশ ও নুসরত (Yash-Nusrat)। প্রথম থেকেই তারা রয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবে, বর্তমানে তারা সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন। তাদের ফুকেট ভ্রমণের ছবি ও ভিডিও এখন ভাইরাল নেট মাধ্যমে। তারই মাঝে সম্প্রতি ভাইরাল হল যশরতের মাখোমাখো ভিডিও।
এবার নুসরত নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। যেখানে যশকে (Yash Dasgupta) দেখা যাচ্ছে নুসরতের (Nusrat Jahan) কোমর আকড়ে থাকতে। বোটের উপর চারিদিকে নীল জলরাশির মাঝে তাদের প্রেম যেন রীতিমতো উথলে উঠেছে। নীল রঙের বিকিনি লুকে মোহময়ী লুকে ধরা দিয়েছেন ঈশান মাম্মা।
অন্যদিকে যশকে দেখেও তার মহিলা ভক্তদের মনে চড়ছে উষ্ণতা। ভিডিও ভাইরাল হওয়ার পর বহু মানুষ লাইক ও কমেন্টের বন্যায় ভরিয়েছেন। আর তারই মাঝে অভিনেত্রী তনুশ্রীও রয়েছে। যিনি কিনা কমেন্ট করে লিখেছেন যে, ‛ওলে বাবালে, পারি না, পারি না’। টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী হলেন তনুশ্রী। নুসরতের গর্ভবতী হওয়ার সময় থেকে পাশে থেকেছেন অভিনেত্রী।
এমনকি তনুশ্রী, শ্রাবন্তী, নুসরতের একসঙ্গে নাইট পার্টির ছবিও একসময় ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। বর্তমানে যশ-নুসরতকে নিজেদের কাজের বাইরেও একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায়। সম্প্রতি যশ-নুসরতের এই মাখোমাখো ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধমে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নুসরত ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে ফ্যানেদের সঙ্গে আড্ডা দেন। যেখানে অভিনেত্রী #Askmeanything সেশনের আয়োজন করেন। ভক্তদের একের পর এক প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। বহু মানুষই তাদের পছন্দের অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আর তারই মাঝেই কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। একজন নুসরতকে প্রশ্ন করেছেন যে, তুমি অমুসলিমদের বিয়ে করছো কেন? নাকি মুসলমান বর পাওয়ার যোগ্য নও? আর তাতে বেজায় চটেছিলেন অভিনেত্রী।