Yash Dasgupta: ‘আমি ভার্জিন’, দুই সন্তানের বাবার উত্তর শুনে হতবাক নেটবাসী

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ ট্রেন্ডিংয়ে চলছে ‘Ask Me Anything‘ সেশন। আর এই সেশনের মধ্যে দিয়ে ভক্তরা তাদের পছন্দের তারকাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। আর এবার সেই প্রশ্ন উত্তর পর্বে এক অনুরাগী যশকে এক প্রশ্ন করলেন। তবে, যশের উত্তর শুনে চোখ কপালে উঠবে আপনার। বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।
View this post on Instagram
একটা সময় টেলিভিশনের পর্দায় ‛বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‛অরণ্য’ নামের একটি চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন ভক্তদের। এরপর অল্প সময়ের মধ্যেই পা রাখেন টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন দর্শকদের মনজয় করেছেন। আপাতত তিনি টলি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি যশের (Yash Dasgupta) প্রথম বলিউড প্রজেক্ট ‛ইয়ারিয়া ২’ মুক্তির অপেক্ষায়।
View this post on Instagram
বলতে গেলে টলিউড, বলিউড দুটোই সমানতালে সামলাচ্ছেন অভিনেতা। পাশাপাশি ব্যাক্তিগত জীবনেও তিনি বেশ সুখী। স্ত্রী তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ও ছেলে ঈশানকে নিয়ে তিনি বেশ সুখেই আছেন। তবে, একটা সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। নুসরতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। তবে, সব বিতর্ককে পিছনে ফেলে আপাতত তারা নিজেদের মতোই সময় কাটাচ্ছেন।
View this post on Instagram
এমনকি তাদের একসঙ্গে কাটানো কোয়ালিটি টাইমের ছবিও শেয়ার করেন নেটমাধ্যমে। তবে, সম্প্রতি এক ভক্ত যশকে প্রশ্ন করে বসেন যে, তিনি কি ভার্জিন? অনুরাগীর এই প্রশ্নের জবাবে যশ যে উত্তর দেন তা শুনে ভিরমি খেতে হবে আপনাকেও। আসলে Ask Me Anything সেশনে যশ (Yash Dasgupta) তার ভক্তদের মনখুলে প্রশ্ন করার স্বাধীনতা দিয়েছেন। আর সেখানেই এক ভক্ত যশকে এমন প্রশ্ন করেন।
আর তার উত্তরে যশ বলেছেন যে, ‛হ্যাঁ একদম’। যশের মুখে এমন উত্তর শুনে রীতিমতো হাসির রোল উঠেছে নেটমাধ্যম জুড়ে। তবে, মজা করেই যে অভিনেতা এই উত্তর দিয়েছেন তা কারোরই বুঝতে বাকি নেই। কেরিয়ারের শুরুর দিকে হিন্দি সিরিয়াল কাজ করতেন যশ। আর তখনই মুম্বাই নিবাসী শ্বেতার সঙ্গে বিয়ে সারেন অভিনেতা। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। যদিও সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। এরপরই নুসরতের (Nusrat Jahan) সঙ্গে সংসার পাতেন অভিনেতা।
View this post on Instagram
আর তাদেরও একটি পুত্র সন্তান আছে। বাবা হিসেবে যে যশ ১০০ শতাংশ সফল তা এক সাক্ষাৎকারে নুসরতই জানিয়েছিলেন। আপাতত অভিনেতার এই উত্তর নিয়েই সরগরম নেটমাধ্যম।