রাজকীয় সাজে যশরত, নুসরতকে দেখে যশ বললেন ‘হারিয়ে গেলাম’, বিয়ে করলেন ঈশানের মা-বাবা!

Yash-Nusrat যশরতের রাজকীয় রোমান্সে উত্তাল নেটপাড়া। নুসরতের পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা। সঙ্গে গা ভর্তি গয়না। একেবারে কনের বেশে হাজির অভিনেত্রী। শুধু তাই নয় উল্টোদিকে রাজকীয় বেশে ধরা দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। দুজনেই হারিয়েছেন একে অপরের ভালোবাসায়। কিন্তু তারই মাঝে নুসরতকে দেখে যশের মুখে ফুটে উঠলো একটাই কথা ‛হারিয়ে গেলাম… হৃদয়ে তোমার’।
কিন্তু হঠাৎ এহেন লুকে কেন ধরা দিলেন এই তারকা দম্পতি তাই ভাবছেন নিশ্চই? তাহলে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন তারা? আরে না মশাই সেসব কিছু নয়। আসলে বাংলাদেশের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তাই সেই মিউজিক ভিডিওতেই তারা রয়্যাল লুকে ধরা দিয়েছেন। এর আগে সিনেমার পর্দায় তাদের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। আর এবার প্রথমবার মিউজিক ভিডিওতে তাদের কেমিস্ট্রি দেখলেন দর্শকরা।
আর এই গানের হাত ধরেই এবার নুসরত (Nusrat Jahan) ও যশের বাস্তব জীবনের প্রেম ফুটে উঠবে পর্দায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন পাপন ও লুইপা। গানের কথা ও সুর তাপসের। টিএম রেকর্ডের পক্ষ থেকে শুক্রবার এই গানটি মুক্তি পেয়েছে। ভিডিওটি দেখলেই আপনার একবার হলেও সঞ্জয় লীলা বনশালির ‛যোধা আকবর’ সিনেমাটির কথা মনে আসবে। দুজনকে একেবারে রাজা-রানীর মতোই দেখাচ্ছে। সম্প্রতি যশ-নুসরতের এই মিউজিক ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।