×
EntertainmentVideoViral Video

হলনা শেষরক্ষা, দুষ্কৃতির গুলিতে মারা যাবে ঋদ্ধি-খড়ি! ‘গাঁটছড়া’তে আসছে জমজমাট টুইষ্ট

অবশেষে হলনা শেষরক্ষা! গুন্ডাদের গুলিতে আহত খড়ি। যদিও বনি জানিয়েছে ঋদ্ধি (Riddhi) ও ঈশা (Isha) দুজনেই মারা গিয়েছে। টানটান উত্তেজনা ‛গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকে। খড়ি (Khori) ওরফে ঈশা ফিরে আসার পর থেকেই রোজই কোনো না কোনো টুইস্ট দেখা যাচ্ছে ধারাবাহিকে। একটা সময় টিআরপি তালিকায় প্রথম স্থানে ছিল এই সিরিয়াল। কিন্তু সময়ের সঙ্গে সেই জায়গায় খানিকটা ভাঁটা পড়েছে বৈকি।

হলনা শেষরক্ষা, দুষ্কৃতির গুলিতে মারা যাবে ঋদ্ধি-খড়ি! ‘গাঁটছড়া'তে আসছে জমজমাট টুইষ্ট -

কিন্তু এই ধারাবাহিক নিয়ে মানুষের উত্তেজনা রয়েছে সমানভাবে। আর তা ভাইরাল হওয়া সিরিয়ালের ভিডিও ক্লিপিংয়ের কমেন্ট সেকশন চেক করলেই বোঝা যায়। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, সিংহ রায় পরিবারে ধুমধাম করে বিয়ের আয়োজন লেগেছে। ঋদ্ধির সঙ্গে তানির আর ওদিকে ইশার সঙ্গে মৈনাকের। বিলাসবহুল ক্রুজে বসে তাদের বিয়ের আসর।

হলনা শেষরক্ষা, দুষ্কৃতির গুলিতে মারা যাবে ঋদ্ধি-খড়ি! ‘গাঁটছড়া'তে আসছে জমজমাট টুইষ্ট -

আর সেখানেই মনি মা-র মুখোশ ফাঁস হয়ে যায় ইশার সামনে। এমনকি সে জানতে পারে সে আসলে ঈশা নয় খড়ি। মিল হয় খড়ি ও ঋদ্ধির। ঠিক সেই মুহূর্তেই কেউ তাদের ক্রুজ থেকে ঠেলে জলে ফেলে দেয়। ওদিকে সামনে আসে তানির আসল পরিচয়। আসলে সে পুলিশ ডিপার্টমেন্টয়ের স্পেশাল ফোর্সের অফিসার। এন্টিক পাচারকারীদের ধরবে বলে সিক্রেট মিশনে ছিলেন। এমনকি খড়ির মৃত্যুর রহস্যভেদের জন্য ঋদ্ধিই তাকে বলেছিল।

আর সেই হিসেবে সবটাই ঠিকঠাক চলছিল। কিন্তু তারপরেও হলনা শেষরক্ষা। ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের গুলিতে আহত হল খড়ি। ওদিকে সিংহরায় পরিবারের সকলেই চিন্তায় ঋদ্ধিকে নিয়ে। আর তারপরই বনি এসে খবর দেয় খড়ি ও ঋদ্ধি কাউকে বাঁচানো সম্ভব হয়নি। কান্নায় ভেঙে পড়ে সিংহরায় পরিবার। যদিও অনুমান করা যাচ্ছে পুরোটাই পুলিশের কোনো চাল আসল মাথাকে ধরার। এবার দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় গাঁটছড়া।