‘তুমি অমুসলিমদের বিয়ে করেছো কেন?’ ট্রোলারের কটাক্ষের যোগ্য জবাব দিয়ে নুসরত বললেন ‘তুমি কোন গ্রহের প্রানী?’

অমুসলিমকে বিয়ে করছো কেন? নাকি তুমি মুসলিম বর পাওয়ার যোগ্য নও? ব্যাক্তিগত জীবন নিয়ে নুসরতকে (Nusrat Jahan) খোঁচা এক নেটিজেনের। মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী তথা সাংসদ। ব্যাক্তিগত জীবন নিয়ে বরাবরই সংবাদের শিরোনামে থাকেন ঈশান মাম্মা। নিখিল জৈন র সঙ্গে বোদরুমে রূপকথার বিয়ে সেরেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়েতে ছেদ পরে। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী।
আপাতত নুসরত যশের (Yash Dasgupta) ঘরণী। সঙ্গে রয়েছে তাদের সন্তান ঈশান। ২০২০ সালের নভেম্বর মাসে নিখিলের আলিপুরের বাড়ি থেকে বেরিয়ে যান নুসরত। এরপর নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে যশের সঙ্গে লিভ ইন শুরু করেন। এমনকি বছরের শেষে রাজস্থান ট্রিপও করেন। তখন থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়। যশের সঙ্গে লিভ ইনে থাকাকালীন অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। এরপর ২০২১ সালের আগস্ট মাসে মা হন নুসরত।
পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে সি সেকশনের মাধ্যমে জন্ম দেন পুত্র সন্তানের। আপাতত সন্তান, সংসার ও কেরিয়ার তিনটেই সমান তালে সামলে চলেছেন। সম্প্রতি রবিবার রাতে নুসরত ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে ফ্যানেদের সঙ্গে আড্ডা দেন। যেখানে অভিনেত্রী #Askmeanything সেশনের আয়োজন করেন। ভক্তদের একের পর এক প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।
বহু মানুষই তাদের পছন্দের অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আর তারই মাঝেই কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। একজন নুসরতকে প্রশ্ন করেছেন যে, তুমি অমুসলিমদের বিয়ে করছো কেন? নাকি মুসলমান বর পাওয়ার যোগ্য নও? আর এই কথা শুনেই চটে যান অভিনেত্রী। উল্টো জবাব দিয়ে বলেন যে, ‛তুমি ঠিক কোন গ্রহের প্রাণী? তুমি কি মানুষ!’