ঝোরা-ঝিলিক-মিঠি! কেন নিজের গিটারে নাম লিখে রাখেন অরিজিৎ সিং? জেনে নিন কারণ

এই মুহুর্তে দাঁড়িয়ে দেশের অন্যতম প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন অরিজিৎ সিং। বাংলা ও হিন্দি গানের জগতের এক উজ্জ্বলতর নক্ষত্র হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০০৫ সালে ‛ফেম গুরুকুল’-এর একজন ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী। তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ।
‛আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একেরপর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। বর্তমানে দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান। আর তাইতো কখনও স্কুটি নিয়ে আবার কখনও খালি পায়ে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে।
জিয়াগঞ্জ তার প্রাণের জায়গা। আর সেই জিয়াগঞ্জের গর্ব অরিজিৎ সিং। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল তার জন্ম হয়েছিল। ছোট থেকেই তার গানের প্রতি ভালোবাসা আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তার কেরিয়ারের যেমন কঠিন পরিস্থিতি ছিল ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবনেও ছিল নানান চড়াই উতরাই পথ। তবে সব কিছুকে জয়ী করে অরিজিৎ (Arijit Singh) আজ সবার সেরা। আর তাইতো তার গান শোনার জন্য পাগল ভক্তরা। তার একেকটি শো দেখার জন্য লাখ লাখ টাকাও দিতে মানুষ।
তবে, অরিজিতের ভক্তদের মনে একটাই প্রশ্ন যে, গায়কের গিটারে লেখা নামের অর্থ কি? অধিকাংশ সময়ই গিটার হাতে স্টেজে ওঠেন অরিজিৎ (Arijit Singh)। আর সেই গিটারের গায়েই কখনও লেখা ‛ঝিলিক’, কখনও লেখা ‛ঝোড়া’। আবার কখনও লেখা ‛মিঠি’। কিন্তু এই নামগুলির অর্থ কি তা জানতে ব্যাপক আগ্রহী শ্রোতারা। এই বিষয়ে অরিজিতের গিটারিস্টকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। বরং ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে, অ্যাকোয়াস্টিক এই গিটার গুলোর একেকটি নাম দিয়েছেন অরিজিৎ।তবে, প্রতিটি গিটারের নাম কেন এমন দেওয়া হয়েছে সেই বিষয়ে সঠিক উত্তর একমাত্র অরিজিৎই দিতে পারবেন।