×
Entertainment

হোটেলের রুমে রানীর সঙ্গে অস্বস্তিকর অবস্থায় গোবিন্দা? স্বামীর এই ‘কীর্তি’র কথা জানতে পেরে যা করেছিল সুনিতা

প্রেমের জন্য সংসার ভাঙতে রাজি ছিলেন না গোবিন্দা (Govinda)। এমনকি রানীও (Rani Mukerji) চাননি কোনোরকমের অশান্তি হোক। এভাবেই নিঃশব্দে ভেঙে যায় তাদের সম্পর্ক। দুজনেই বলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রী। তাদের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমানে দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত। তবে সম্প্রতি দু দশক আগে তাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। আর যা নিয়ে বেশ হইচই পড়েছে নেট মাধ্যম জুড়ে।

বলিউডের এই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর তার মধ্যেই একটি ছবি হল ‛হদ কর দি আপনে’। তবে, গুঞ্জন রটেছিল রিলের পাশাপাশি রিয়েল লাইফেও দুজনে নাকি একে অপরকে মন দিয়েছিলেন। আর তাই কাজের ফাঁকে সকলের চোখের আড়ালে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন তারা। এমনকি রানী যে হোটেলে ছিলেন সেখানে অবধি পৌঁছে গিয়েছিলেন গোবিন্দা।

তবে, শুধু তাই নয় মাঝরাতে রানীর ঘরে নাইটশ্যুট পরেও দেখা মিলেছিল গোবিন্দার। আর তা নজরে এসেছিল এক সাংবাদিকের। এরপর তাদের প্রেমের সম্পর্কের কথা চাউর হতে খুব একটা বেশি সময় লাগেনি। আর তারপরই সুনিতা আহুজা গোবিন্দার বাড়ি ছেড়ে চলে যায়। প্রেমের জন্য সংসার ভাঙতে রাজি ছিলেন না গোবিন্দা। আর তাই অবশেষে স্ত্রীর কাছেই ফিরে গিয়েছিলেন অভিনেতা। তবে তাদের এই সম্পর্ক নিয়ে একটা সময় মুখ খুলেছিলেন রানী।

বলেছিলেন যে, মনে করা হয় গোবিন্দার সঙ্গে কাজ করলেই নাকি নায়িকারা তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বেন। কিন্তু আমাদের মধ্যে সেরম কোনো সম্পর্ক নেই। তবে গোবিন্দার মতো বন্ধু, সমব্যথী পাওয়া মুশকিল। বর্তমানে দুজনেই দুজনের সংসার নিয়ে বেশ ব্যস্ত। পেশাগত কারণ ছাড়া তাদের আর যোগাযোগ রাখতেও দেখা যায়না।