
বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে তিনি টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‛নাটের গুরু’ (Nater Guru) সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন সকলের।
রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের (Tollywood) অন্দরে। তার লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। ২০১৫ সালে প্রযোজক নিসপাল সিং রানের (Nispal Singh Rane) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তার আগে ৫ বছর তারা চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু একটা সময় কোয়েল ও রানের প্রেমের কথা অজানা ছিল সকলের কাছে।
View this post on Instagram
বলা চলে যে, অনুরাগীরাও এই খবর জানতে পারায় অবাক হয়েছিলেন। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন নায়িকা। কিন্তু কোয়েল ও রানের (Koel-Rane) বিয়ের কিছুদিন আগে থেকে মিডিয়ায় শুরু হয়েছিল হইচই। তথাকথিত প্রেমিক-প্রেমিকাদের মতো তারা কফি ডেটে না গেলেও দুজনের মধ্যেই পুরোদমেই থাকতো যোগাযোগ। কিন্তু একটা সময় পর আর পাঁচটা পরিবারের মতোই কোয়েলের উপরও এসেছিল বিয়ের চাপ।
আর তাইতো শেষ পর্যন্ত তিনি ও রানে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়িতে কিভাবে এই কথা জানাবেন সেটা ছিল বড় প্রশ্ন। অভিনেত্রী নিজের মুখেই নাকি নিজের বিয়ের কথা জানিয়েছিলেন। একদিন সকালে ঘুম থেকে উঠে মা দীপাকে জানান যে, তিনি রানেকে বিয়ে করতে চান। আর এই কথা শুনে একেবারে অবাক হয়ে যান মা দীপা। যদিও মেয়ের ইচ্ছেতে মত দিয়েই তারা এগোন বিয়ের পথে।
ওদিকে রানেকেও (Nispal Singh Rane) ঘুম ভাঙিয়ে জানানো হয় কোয়েল (Koel Mallick) তাকে বিয়ে করতে চায়। আর এই কথা শুনে রানেও অবাক হয়ে যায়। ফোনে কোয়েলকে শুধুমাত্র এটাই বলেন যে, ‛এত তাড়াতাড়ি বিয়ে’। তবে, যেহেতু রানের পরিবারও সেইসময় তার বিয়ের কথা ভাবছিলেন তাই আর বেশি দেরি না করে চারহাত এক হয়। বিয়ের দিন সকালে প্রথমে শিখ রীতি মেনে গুরুদ্বারায় বিয়ে হয় তাদের। এরপর সন্ধ্যেবেলায় বাঙালি রীতি মেনে তারা সাতপাকে বাঁধা পড়েন। করোনাকালেই মা হয়েছে কোয়েল।
View this post on Instagram
বর্তমানে ছেলে কবীরকে (Kabir) নিয়ে সুখেই কাটছে তাদের জীবন। পাশাপাশি প্রায়শই বিভিন্ন ফটোশ্যুটেও নজর কাড়তে দেখা যাচ্ছে কোয়েলকে। বর্তমানে তার ভক্তরা অপেক্ষা করে আছেন তিনি আবার কবে বড়পর্দায় ফিরবেন।