EntertainmentVideoViral Video

পরনে দুধ সাদা শাড়ি, বৃষ্টিতে ভিজে পবনের সঙ্গে উষ্ণ রোমান্স ‘হট বম্ব’মোনালিসার, ভিডিও দেখলে ঘাম ঝরতে বাধ্য

Monalisa-Pawan Singh Romance Video বিখ্যাত ভোজপুরি সিনেমা ‘Ziddi Aashiq’ মোটামুটি সবাই দেখেছেন। না দেখলেও বহু মানুষ সেই সিনেমার গান কিংবা ছোট দৃশ্য তো দেখেছেনই। ২০১৩ সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিলো। ভোজপুরি স্টার পাওয়ান সিং (Pawan Singh) ও হটবম্ব অভিনেত্রী মোনালিসা (Monalisa) এই সিনেমায় অভিনয় করেছিল। বুঝতেই পারছেন জবরদস্ত রোমান্স ও অ্যাকশন প্যাক এই সিনেমাটি দুর্দান্ত হিট হয়েছিল তা আর আলাদা করে বলে দিতে হবে না।

সেই সিনেমারই বিখ্যাত গান ‘Jag Hai Pa Jata’। সেই গানের ভিডিওতে মোনালিসা-পাওয়ান দুর্দান্ত জুটি যা মানুষের ঘাম ছুটিয়েছেন। গানের শুরুতেই মোনালিসার লাল রঙের শর্ট ড্রেসে নাচ ও তারপরে বৃষ্টিতে ভিজে সাদা রঙের শাড়িতে নিজের শরীরের মোচড়ে সবাইকে ঘায়েল করে দিয়েছেন অভিনেত্রী। তাদের দুজনেরই রোমান্স সেই বৃষ্টির মধ্যেও যে আগুন ধরিয়েছে তা বলাই যায়।

‘Ishtar Regional” নামের ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি ৮ বছর আগে আপলোড করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে ভিডিওটিতে এখনও পর্যন্ত ৬.৭ কোটি ভিউস ছাড়িয়ে গেছে। যেখানে প্রায় সবাই এই গানের বিশেষ করে মোনালিসার ফিগারের প্রশংসা করেছেন। আপনিও ওটি অবশ্যই এই গানটি দেখুন আর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।

Video-