Entertainment

Subhashree Ganguly: প্রতি মিনিটে আমরা একে অপরকে চুমু খাই: শুভশ্রী গাঙ্গুলী

‛আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই’। রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) চুমু খাওয়া প্রসঙ্গে একাধিক সমালোচনার জবাব দিলেন শুভশ্রী। গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। প্রথমে ঘরোয়াভাবে আর তারপর নামীদামি রেস্তোরাঁয় হয়েছে পরিচালক তথা বিধায়ক মশাইয়ের জন্মদিনের সেলিব্রেশন। আর প্রতিবারই রাজ-শুভশ্রীর দেখা মিলছে চুম্বনরত অবস্থায়। আর যা দেখে নেটিজেনরা একেরপর এক সমালোচনা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

তবে, সেই নিয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, ‛যারা ট্রোল করেন, তাদের কোনও অস্তিত্ব-ই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই’। এমনকি অনেকেই আবার রাজের রাজনৈতিক পদক্ষেপ ও ইউভানকে সোশ্যাল মিডিয়ায় আনা নিয়ে অনেক কথাই বলেছেন।

আর সেই নিয়ে শুভশ্রী বলেছেন যে, ‛রাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর কিছু লোকজন নানান কিছু নিয়ে সমালোচনা করেছেন। তবে আমি এবং আমার পরিবার ভীষনই ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাসী। তাই সমালোচনায় কান দিই না। কর্মফলে বিশ্বাস করি। আমরা জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি’। তবে, অনেকেই রাজ-শুভশ্রীকে সমর্থন করে দেখে অভিনেত্রী যে বেশ আনন্দও পান সেটাও জানিয়েছেন।

এমনকি এই সাক্ষাৎকারের মাধ্যমেই শুভশ্রী আরও জানিয়েছেন যে, ‛ইন্ডাস্ট্রিতে ১৬ বছর কাটিয়ে ফেলেছি, কোনোদিনই দেখিনি যে, নারীবাদ, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন, এই শব্দগুলো জনপ্রিয়তা পেয়েছে। তবে আমরা মহিলারা প্রতিদিনই লড়াই করছি, আশাকরি একদিন জয়ী হব। পুরুষ-মহিলাদের সমান সম্মান থাকা উচিত’। এমনকি শুভশ্রীকে ইন্দুবালা রূপে দেখে ইউভান নাকি ২ মিনিটের মধ্যেই চিনে ফেলেছেন বলে জানিয়েছেন।