Entertainment

Ullu Web Series: মামীর আড়ালে বয়স্ক মামার সঙ্গে চরম ঘনিষ্ঠ ভাগ্নি, বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

Ullu Web Series: OTT ইন্ডাস্ট্রি এখন সিনেমার থেকেও বড়ো হবার পথ ধারণ করে নিয়েছে। বিশ্ব জুড়ে রমরমিয়ে চলছে অ্যাপের মাধ্যমে সিনেমা কিংবা সিরিজ দেখা। প্রযুক্তির উন্নতি, গ্রাহকের পছন্দের পরিবর্তন এবং OTT প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সবই দেশে ইঙ্গিত দিচ্ছে ভারতের উত্থানের। Netflix, Amazon Prime এসব থাকলেও আছে Ullu, Kooku, Primeshot -র মতো কিছু অ্যাডাল্ট অ্যাপ। যার মধ্যে দিয়ে দর্শকরা যে কোনো সময়ের মনের মতো ইরোটিক ওয়েব সিরিজ দেখতে পাচ্ছেন। আজ তেমনই উল্লুর ঘাম ঝরানো দুর্দান্ত একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছি।

Web Series: চরমসুখ : ইয়ে কাইসা রিশতা পার্ট ২ (Charamsukh: Yeh Kaisa Rishta: Part 2)

Cast: মুখ্য চরিত্রে আছেন মাহি কৌর (Mahi Kaur), রাঁচেল রোদ্রিগেজ (Rachel Rodrigues), শারদ গড়ে (Sharad Gore)

Web Series Story: সিরিজের গল্প তৈরী হয়েছে মামা ও তার ভাগ্নিকে নিয়ে। যেখানে একটি পরিবারে মামা ও মামী থাকে। সেখানেই একদিন তার ভাগ্নি এসে থাকতে শুরু করে। ভাগ্নি লুকিয়ে লুকিয়ে নেশা করে যা মামীর চোখ এড়িয়ে গেলেও মামার চোখ এড়ায় না। এইভাবেই মামা ও তার ভাগ্নির মধ্যে শুরু হয় বন্ধুত্ব। তারা দুজনেই একসাথে মামীর চোখ এড়িয়ে নেশা করতে থাকে। এদিন মামী নিজের বাপের বাড়ি চলে গেলে দুজনে নেশায় ডুবে হুঁশ হারিয়ে বসে। মামা ও ভাগ্নির মধ্যে তৈরী হয় শারীরিক বন্ধন। আদতে কি নতুন মোড় আসবে এই গল্পের তা দেখুন এই সিরিজের দ্বিতীয় পর্বে।

Release Date: ২০২১ সালের ২৪সে সেপ্টেম্বর এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।

Languages: উল্লু প্রতিবার নিজের ওয়েব সিরিজ হিন্দি সহ আরও সাতটি ভাষায় রিলিজ করে। এবারও তার ব্যতিক্রম করেনি।

উল্লু অ্যাপ ডাউনলোড করে নিন। তারপরে রেজিস্টার করুন। আপনার পছন্দের মতো সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। তারপরেই নিজের ইচ্ছা মতো একাধিক সিরিজ উপভোগ করতে পারবেন।