প্রতিটি মুহূর্তে রয়েছে ভরপুর বেডসিন, কানে হেডফোন লাগিয়ে একা দেখুন সাহসী এই সিরিজগুলি

যতদিন যাচ্ছে ততই ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে। আর সেটা নিশ্চই নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখেনা। আজকালকার যুগে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। আগেকার দিনে নিষিদ্ধ সিনেমা রাতের বেলায় টিভির পর্দায় দেখা যেত।
কিন্তু বর্তমানে মুঠোফোনের হাত ধরে মানুষজন এমন কিছু প্ল্যাটফর্ম-এর সন্ধান পেয়েছেন যার হাত ধরে সহজেই নিষিদ্ধ সব ওয়েবসিরিজ দেখতে পারেন। যেখানে চলে শরীরী খেলা। আজ আপনাদের সঙ্গে তেমনই কয়েকটি OTT প্ল্যাটফর্মের কথা শেয়ার করবো যা গত কয়েকবছরে ওয়েবসিরিজের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
উল্লু (Ullu) : এই তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছে এই উল্লু প্ল্যাটফর্ম। প্রায় প্রতি সপ্তাহেই প্রাপ্তবয়স্কদের জন্য এই প্ল্যাটফর্মে কোনো না কোনো ওয়েবসিরিজ মুক্তি পায়। এই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় কিছু ওয়েবসিরিজ হল জালেবি বাই, পাঞ্চালি, দোরাহা, ডাবল ধামাকা, কবিতা ভাবী, লাভ গুরু, দামাত জি। এছাড়াও আরও অনেক ওয়েবসিরিজই এই প্ল্যাটফর্মের হাতধরে জনপ্রিয়তা পেয়েছেন।
অলট বালাজি (ALT Balaji) : ওয়েবসিরিজের দুনিয়ায় আরও একটি সাহসী প্ল্যাটফর্ম হল অলট বালাজি। আর এতে এমন কিছু কিছু ওয়েবসিরিজ আছে যা দেখলে প্রাপ্তবয়স্কদের মনপ্রাণ একেবারে ভরে উঠবে। আর সেগুলি হল ‛ভার্জিন ভাস্কর’, ‛গান্দি বাত’ প্রভৃতি। এছাড়াও এই প্ল্যাটফর্মে অপহরণ ও স্টেট ভার্সেস নানাবতী নামের দুটি জনপ্রিয় থ্রিলার সিরিজ আছে।
কোকু (kooku) : উল্লু, এম এক্স প্লেয়ার-এর মতো দিনে দিনে ‛কোকু’ ওয়েব প্ল্যাটফর্ম-এর জনপ্রিয়তাও চরচরিয়ে বাড়ছে। এখানেও আপনি সাহসী ওয়েবসিরিজ দেখতে পাবেন। এই প্ল্যাটফর্মের কিছু জনপ্রিয় সাহসী সিরিজ হল- হোয়াট দ্য ফ্ফফ, চুপি বাজার, গুলাব জামুন, ডিজায়র পাপা প্রভৃতি।
এমএক্স প্লেয়ার অনলাইন (MX Player Online) : প্রথমদিকে ভিডিও প্লেয়ার হিসেবে বাজারে এলেও ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় নিজেদের উন্নত করেছেন। এই প্ল্যাটফর্মের কিছু জনপ্রিয় ওয়েবসিরিজ হল ‛হ্যালো মিনি’, ‛মাস্তারাম’, ‛আশ্রম’। এছাড়াও এই প্ল্যাটফর্মে থ্রিলার ওয়েবসিরিজও আছে।