Entertainment

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির ‘মন্নত’-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

Advertisement
Advertisements

‘মন্নত’ কোটি কোটি ভারতবাসীর স্বপ্নের বাড়ি। কিং খানের কিং সাইজ বিলাস বহুল বাড়ি দেখার জন্য কার্যত সবকিছু করতে পারবে সাধারণ মানুষ। বাড়ির গেটের সামনে গিয়ে যদিও বহু মানুষ সেই অর্ধ নিমজ্জিত স্বাদ মিটিয়ে নেন। প্রতি বছর শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিনের দিন হাজার হাজার মানুষ তার মন্নতের সামনে ভিড় জমান। তিনি এসে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন ও ধন্যবাদ জানাতে ভোলেন না।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

কিন্তু জানেন কি সেই স্বপ্নের বাড়ির অন্দরমহল ঠিক কেমন হবে? চার বছর ধরে তৈরী শাহরুখের এই স্বপ্নের বাড়ি নিজে হাতে সাজিয়েছেন তার স্ত্রী ও পেশায় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান (Gauri Khan)। চলুন তাহলে মন্নতের জানা অজানা নানান কথা দিয়ে আজকের প্রতিবেদন শুরু করা যাক।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

১) মুম্বাইয়ের জনপ্রিয় জায়গা বাঁন্দ্রায়, আরব সাগরের পাশে এই মন্নত অবস্থিত।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

২) ২৭০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে ৬টি তলা সমৃদ্ধ এই বাংলো বাড়ি।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

৩) মন্নতের মূল প্রবেশদ্বারের পরেই বাংলোর প্রবেশদ্বার। সেখানেই উর্দু ভাষায় বড়ো বড়ো করে লেখা ‘মন্নত’।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

৩) ব্যালকনিতে দাঁড়ালেই আরব সাগরের হাওয়া বাড়ির ভিতর পর্যন্ত অবাধ যাতায়াত করতে পারে।

৪) সবার আলাদা ঘর ও বড়ো বড়ো কিং সাইজ বেড রাখা আছে।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

৫) ব্যক্তিগত থিয়েটার যেখানে পুরো খান পরিবার সিনেমা দেখেন।

৬) রয়েছে সুইমিং পুল, গেমস খেলার জায়গা, জিম ও একটি লাইব্রেরি।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

৭) গৌরী খানের ব্যক্তিগত ড্রেসিং রুম আছে। যেখানে ড্রেস থেকে জুতো, পারফিউম সব কিছুই সাজানো থাকে।

৮) বাড়ির বেশিরভাগ আসবাবপত্র কাঠ, অ্যান্টিক শো-পিস, ইন্ডোর গাছ দিয়ে সাজানো হয়েছে।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

৯) শাহরুখের মিটিং রুম তৈরী করা হয়েছে। যেখানে তিনি বিভিন্ন কাজের কথা ও বাইরের মানুষের সাথে মিটিং করা হয়।

১০) শিল্পী রাজীব পারেখ ২০১৬ সালে নতুনত্ব করে আবার মন্নত তৈরী করেছেন। সাথেই গৌরী নিজে তা ইন্টেরিয়র ডিজাইন করেছেন।

কেমন দেখতে শাহরুখের ২০০ কোটির 'মন্নত'-এর অন্দরমহল? দেখে অবাক হবেন আপনিও

১১) বর্তমানে শাহরুখ খানের মন্নতের দাম ২০০ কোটি টাকা।