Entertainment

রাতের বেলা বন্ধ ঘরে শরীরী খেলায় মত্ত স্বামী-স্ত্রী! লজ্জার চরম সীমা পার করলো ‛কোকু’-র এই ওয়েবসিরিজ

বিয়ের দুবছর পরেও চলছে স্বামী-স্ত্রীর শরীরী খেলা। ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ওয়েবসিরিজের মজা নিন আজই। তবে, হ্যাঁ ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা।

আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না। এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে।

বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।

তবে, সম্প্রতি ‛Kooku’ তে একটি ওয়েবসিরিজের (Webseries) ট্রেলার ভাইরাল হয়েছে। ওয়েবসিরিজের নাম ‛Courtship’। যদিও ট্রেলারটি বহুদিন আগেই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি আবার যা নতুন করে ভাইরাল হয়েছে। একেবারে উষ্ণতায় ভরা এই ওয়েবসিরিজ দেখলে ঘাম ঝড়বে আপনারও। গল্প অনুযায়ী বিয়ের দু-বছর পরেও স্বামী তার স্ত্রীর প্রেমে পাগল। এখনও তাদের মধ্যে যৌনতা একেবারে ভরপুর।

যথারীতি সুন্দরভাবে তাদের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই গল্পে এন্ট্রি নেয় একটি যুবক। যেকিনা মেয়েটির পুরোনো প্রেমিক। এরপর দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এমনকি তারা সিদ্ধান্ত নেয় ডিভোর্স করবে। সেইমতোন উকিলের কাছেও যায়। কিন্তু অবশেষে কি হবে তা জানতে গেলে আপনাকে এই ওয়েবসিরিজটি দেখতেই হবে। আগামী ২২ আগস্ট ‛কোকু’-এর প্ল্যাটফর্মে এই ওয়েবসিরিজটি আসতে চলেছে। এই ওয়েবসিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়সী।