খেলা ছেড়ে জুতোর কাদা পরিষ্কার করছে বিরাট! লুকিয়ে ছবি তুললেন স্ত্রী অনুষ্কা
ক্রিকেট খেলার নাম আসলেই এখন বিরাট কোহলির কথা মনে পড়ে। ২০১৩ সাল থেকে শুরু হয় তাদের প্রেমের গল্প।
বিরুস্কার জুটি আমরা কে না ভালোবাসি। প্রথমে তাদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গেলেও ২০১৭ সালে দুজন ইটালি উড়ে যান এবং বিয়ে সারেন।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা এদের প্রেমকাহিনীকে কেই বা না জানে। এদের মতন রোমান্টিক কাপল বলিউডে আর একটিও নেই। বিয়ের পরও এদের দেখা যায় মাখোমাখো প্রেম দুজন দুজনের কেয়ারিং নেচার।
সম্প্রতি বিরাট এবং অনুষ্কার কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। ১ এ ১ এ মিলে তারা তিন হতে চলেছে খুব শীঘ্রই। আগামী জানুয়ারিতেই আসতে চলেছে তাদের সন্তান। তাদের ইনস্টাগ্রাম ওয়াল থেকে ফটো এবং ভিডিও দেখে বোঝা যায় তারা দুজন দুজনকে কতটা ভালবাসেন। মাঝে মাঝেই তাদের ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি তাদের একটি পোস্ট ভীষণভাবে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বিরাট কোহলি ভীষণ মন দিয়ে জুতা পরিষ্কার করছেন। আর সেই ছবি চুপিচুপি নিজের ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছেন অনুষ্কা। সেটাকে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেন যা এখন ভাইরাল হয়ে পড়েছে ভীষণভাবে। পোস্ট করেছেন তাই নয় তিনি ক্যাপশনে দিয়েছেন, ট্যুর এর আগে মন দিয়ে কাদামাখা জুতা পরিষ্কার করছে স্বামী, আমি ধরে ফেলেছি। এরপর তিনি মজার ইমোজি ক্যাপশনে দিয়েছেন। মোটকথা তারা বেশ আনন্দেই একসঙ্গে জীবন কাটাচ্ছেন।