মাঠের মধ্যেই ‘নাটু নাটু’-র তালে উদ্দাম নাচ বিরাট কোহলির, ভাইরাল ভিডিও

বর্তমানে ‛নাটু নাটু’ (Natu Natu) জ্বরে কাবু গোটা ভারতবাসী। আর সেই তালিকায় এবার বাদ গেলেন না ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। মাঠের মধ্যেই ‛নাটু নাটু’-র স্টেপ করতে তাকে দেখা যাচ্ছে। আমরা সকলেই জানি যে, ৯৫ তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস এর মঞ্চে ‛বেস্ট অরিজিনাল সং’ বিভাগে সেরার শিরোপা পেয়েছে ‛নাটু নাটু’ গানটি। যার কারণে ফের একবার গর্বিত হয়েছে ভারত।
রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রামচরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR)। এর আগেও এই গানটি গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তী প্রেক্ষাপটে তৈরি দুই রিয়েল হিরো অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই সিনেমা। দেশে বলুন বা বিদেশে সবজায়গায় প্রশংসা কুড়িয়েছে এই গানটি।
আর এই গানটির অস্কার জয়ের আনন্দে উচ্ছাসিত সকলেই। এবার দুনিয়া কাঁপানো এই গানের তালে নাচতে দেখা গেল বিরাট কোহলিকে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। এদিন শুরুতে ব্যাট হাতে মাঠে নামে অস্ট্রেলিয়া। যথারীতি ফিল্ডিং করছিলেন বিরাট। আর সেখানেই আচমকা তাকে ‛নাটু নাটু’-র হুক স্টেপ করতে দেখা গিয়েছে।
King Kohli dancing on @AlwaysRamCharan #NaatuNaatu song on the field🤙🔥@imVkohli #ViratKohli #GlobalStarRamCharan pic.twitter.com/BNIRu7QIjH
— SIDDHUCHEETAH (@Siddhucheetah) March 17, 2023
যদিও এই প্রথম নয় এর আগেও বিরাটকে মাঠের মধ্যেই নাচতে দেখা গিয়েছে। দর্শকদের মনোরঞ্জনের জন্য মাঝেমধ্যেই এমন অবতারে ধরা দেন বিরাট। যদিও এদিন নাচে সকলের মন কাড়লেও ব্যাটে ঝড় তুলতে পারেননি বিরাট। ৯ বলে মাত্র ৪ রান করেই ফিরে যান। এদিন বিরাটের এই নাচ ‛আরআরআর’ টিমের পক্ষ থেকে টুইটারে শেয়ার করা হয়েছে।