×
Entertainment

নতুন সদস্য আসার আগে কোভিড টেস্ট বিরাট-অনুষ্কার, রিপোর্ট জানা গেল এই তথ্য

একজন হলেন বলিউডের প্রথম সারির নায়িকা অনুষ্কা শর্মা। আর অন্যজন হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দুজনের মধ্যে দীর্ঘ ৪ বছর প্রেমের পর ২০১৭ সালে ইতালির ফ্লোরেন্স শহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে।

সম্প্রতি কয়েক মাস আগেই খুশির খবর শুনিয়েছে তাঁরা। আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই এখন ঝলমল করছেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা। আর তাই এই সময়টি এখন পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বিরাট ঘরণী।

ADVERTISEMENT

বিরাট-অনুষ্কা একেবারে ঘরোয়াভাবে পার্টি করে। এদের সাথে সঙ্গ দেয় হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিককে। হার্দিক পান্ডিয়া এবং নাতাশাও নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন। বিরাট কোহলি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘বন্ধুরা যাঁরা একসঙ্গে নেতিবাচক সময় কাটিয়েছে তাঁরা ইতিবাচক সময়ও কাটাচ্ছে! বাড়িতে নিরাপদ পরিবেশে বন্ধুদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর মতো আর কিছু হয় না। এই বছরটা অনেক আশা, আনন্দ, সুখ এবং সুস্বাস্থ্য বয়ে নিয়ে আসবে। নিরাপদ থাকতে হবে।’ এর দ্বারাই প্রমাণিত তাদের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ।

পার্টিতে অনুষ্কার পরনে ছিল কালো রঙের ওয়েস্টার্ন শর্ট ড্রেস। ও বিরাটের পরনে ছিল কালো রঙের টি-শার্ট। তবে, প্রেগনেন্সি মানেই যে চুপচাপ ঘরে বসে থাকা না তা বারবারই প্রমান করছে অনুষ্কা। গর্ভাবস্থায়ও শুটিং সেরেছেন অনুষ্কা। সম্প্রতি কয়েকদিন আগেও ম্যাগাজিনের কভার পেজের শ্যুট করেছেন অভিনেত্রী। আর তার কাজের প্রতি এই নিষ্ঠা দেখে আপ্লুত হয়েছে অনুরাগীরাও।

তবে, এখন দুজনেই দিন গুনছে কবে তাঁদের মধ্যে ছোট্ট সদস্য আসবে।

ADVERTISEMENT

Related Articles