×
EntertainmentViral Video

জলের তলায় বরুণের সাথে চরম ঘনিষ্ঠ মুহূর্তে সারা, মেয়ের কীর্তি নিয়ে মুখ খুললেন সইফ আলী খান

বরুণ ধায়ানের নতুন ছবি ‘কুলি নাম্বার 1’ এর রিমেকের ট্রেলার কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে দর্শকদের সামনে। সিনেমায় অভিনেত্রী সারা আলী খানের সাথে অভিনেতা বরুণ ধাওয়ানের অন্তরঙ্গ চুম্বনের দৃশ্য দেখা গেছে। সিনটিতে দেখা যাচ্ছে অভিনেতা-অভিনেত্রী দুজনই জলের নিচে লিপকিস করছেন এবং পড়নে বরুণের শর্টস আর সারাকে দেখে গেছে বিকিনিতে।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ট্রেলারটি এই দৃশ্যের কারণে। নানারকম মন্তব্য আসে সোশ্যাল মিডিয়া থেকে এই দৃশ্যটি কে নিয়ে।সারার পিতা সইফ আলী খানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এটি শুধুমাত্র অভিনয়,এটির বাস্তবের সাথে কোনো মিল নেই। সইফ এমন দৃশ্যের অভিনয়ের জন্য সারার অনেক প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।এমনকি সইফ এটাও বলেন যে তিনি এই ছবিটির জন্য অনেক আশা নিয়ে আছেন।

ADVERTISEMENT

তবে দর্শকদের এখন বরুণ-সারার সাথে গোবিন্দা ও করিশমার তুলনা করতে দেখা যাচ্ছে। ‘কুলি নাম্বার 1′ এর অরিজিনাল ছবিটির অভিনেতা ও অভিনেত্রী ছিলেন গোবিন্দা-করিশমা।’কুলি নাম্বার 1’ ছবিটি 1995 সালে মুক্তি পায় এবং এখনও ছবিটির জনপ্রিয়তা টাল পায়নি এতো বছর কেটে যাওয়ার পরেও। ছবিটির ‘ম্যায় তো রাস্তে সে যা রহা থা’ গানটি এখনও অত্যন্ত জনপ্রিয়।ডেভিড ধাওয়ান ছিলেন ছবিটির পরিচালক।কিছুদিন আগেই তিনি ছবিটির রিমেক করবার সিদ্ধান্ত গ্রহণ করেন।কাস্ট করা হয় গোবিন্দার চরিত্রে বরুণকে এবং অভিনেত্রী করিশমা চরিত্রে সারা আলি খানকে।

তবে বরুণ-সারার লিপলক কিসের সিনটি নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে দর্শকদের মধ্যে ট্রেলারটি মুক্তি পাওয়ার সাথে সাথেই। কারণ ‘কুলি নাম্বার 1’ এর অরিজিনাল ছবিটিতে এমন কোনো দৃশ্য দেখানো হয়নি। গোবিন্দা-করিশমার খুনসুটির কথা এখনও মনে রেখেছেন দর্শকেরা,এই কারণে প্রথমশ্রেণীর দর্শক নতুন রিমেক ছবিটিতে এই ধরনের দৃশ্যের বিরোধিতা করেছেন। রিমেক ‘কুলি নাম্বার 1’ এর চিত্রনাট্যে আধুনিক উপাদান রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে জানিয়েছেন পরিচালক ডেভিড ধাওয়ান। এই কারণেই তিনি বরুণ ও সারার লিপলক কিসের দৃশ্যটিকে ছবিটিতে রেখেছেন।এই রিমেক ছবিটির মাধ্যমেই দীর্ঘ অনুপস্থিতির পর বলিউডের কিংবদন্তি কমেডিয়ান জনি লিভার আবার কামব্যাক করছেন। প্রকাশ পেতে চলেছে 25 শে ডিসেম্বর প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে ‘কুলি নাম্বার 1’ এর রিমেকটি।গোবিন্দা ও বরুণের অস্তিত্বের যুদ্ধ শুরু হতে চলেছে খুব শীঘ্রই।

ADVERTISEMENT

Related Articles