×
EntertainmentTrending

শীঘ্রই বাজবে বিয়ের সানাই, দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন উত্তম কুমারের নাতি

আপাতত টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর শোনা যাচ্ছে। জানা গিয়েছে যে, এবছরই বিয়ে সেরে ফেলতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়।দেবলীনা কুমারের সঙ্গে অনেকদিন ধরেই প্রেম করছেন তিনি। অবশেষে এবার চার হাত এক হওয়ার পালা।

যদিও এর আগে ২০১৩ সালে একবার অনিন্দিতা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। কিন্তু টেকেনি সে সম্পর্ক। তিন বছর পর ভেঙে যায় সম্পর্ক। অবশেষে অতীতের সব ভুলে নতুন করে আবার এগিয়ে যেতে চলেছেন তিনি

ADVERTISEMENT

গৌরবের হবু স্ত্রী দেবলীনা গৌরবের বোনের বান্ধবী। তার বোনের বিয়েতেই আলাপ হয় দুজনের। জানা গিয়েছে, এ বছরই ৯ ডিসেম্বর তার বিয়ে সারতে চলেছেন। যদিও আগে ঠিক ছিল ২৫ ডিসেম্বর তাঁরা বিয়ে করবেন।

কিছু কাছের মানুষদের উপস্থিতিতে তারা বিয়ে সারবেন। তবে, রিসেপশন পার্টি বসবে দেরিতেই। আগামী বছর মার্চ মাসে বসবে তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি। আর সেই খবরই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles