টাইট কালো পোশাকে স্পষ্ট বক্ষভাজ, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘জুন আন্টি’ ঊষসী

পরণে ভি নেক কাটিং টপ সঙ্গে স্কার্ট! ফের একবার উষসীর (Ushasie Chakraborty) হটনেসে ঘায়েল সাইবার বাসী। বহুদিন হল টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে ধারাবাহিক ‛শ্রীময়ী’। এই সিরিয়ালে শ্রীময়ীর পাশাপাশি আরও একটি চরিত্র নেটদুনিয়ায় খুবই চর্চিত হয়েছিল। আর সেটা হল জুন আন্টি। তাঁকে নিয়ে কখনও কটাক্ষ, তো আবার কখনও একের পর এক মিম বানিয়েছেন ট্রোলাররা। কিন্তু সবটাই তিনি নিয়েছেন হাসিমুখে।
View this post on Instagram
‛শ্রীময়ী’ ধারাবাহিকের সুবাদে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। পর্দায় তার অভিনয় দেখে একদিকে যেমন তাকে গালমন্দ করতেও ছাড়তেন না মানুষজন, ঠিক তেমনই আবার তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সকলেই। পর্দায় ঊষসী (Ushasie Chakraborty) যতটা কুচুতে স্বভাবের বাস্তবে কিন্তু তার ঠিক উল্টো। খুব হাসিখুশি, প্রাণোচ্ছল, শান্তিপ্রিয় একজন মানুষ তিনি। বিশেষত সকলকে অনুপ্রাণিত করতে ভালোবাসেন।
View this post on Instagram
পাশাপাশি তিনি ফিটনেস ফ্রিকও বটে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) তিনি বেশ এক্টিভ। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরণে রয়েছে কালো রঙের সিকয়েন্সের ভি নেক কাটিং টপ ও সঙ্গে কালো রঙের ম্যাচিং স্কার্ট। কার্ল করা চুলে মানানসই মেকআপে ধরা দিয়েছেন উষসী (Ushasie Chakraborty)।
View this post on Instagram
ছবি শেয়ার করে উষসী (Ushasie Chakraborty) ক্যাপশনে লিখেছেন যে, ‛সানডে ভাইবস’। যথারীতি অভিনেত্রীর এই ছবিতে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛হট’। কেউ লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অভিনেত্রীর এই হট লুকের ছবি।