Entertainment

ছবির জন্য ধেয়ে এসেছে কটাক্ষ, ‘আমাকে দেখে যৌন উদ্দীপনা জাগলে আপত্তি নেই, তবে…’, যা বললেন ‘জুন আন্টি’ ঊষসী

Advertisement
Advertisements

‛আমার ফেক্সিবেল বডি দেখে যদি কোনো পুরুষের মনে যৌনকাঙ্খা জেগে থাকে তাতে আমার কোনো আপত্তি নেই’!। যৌনইঙ্গিতের কুপ্রস্তাবে সটান জবাব দিলেন উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। ভাইরাল অভিনেত্রীর পোস্ট। বহুদিন হল টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে ধারাবাহিক ‛শ্রীময়ী’। এই সিরিয়ালে শ্রীময়ীর পাশাপাশি আরও একটি চরিত্র নেটদুনিয়ায় খুবই চর্চিত হয়েছিল।

তাঁকে নিয়ে কখনও কটাক্ষ, তো আবার কখনও একের পর এক মিম বানিয়েছেন ট্রোলাররা। কিন্তু সবটাই তিনি নিয়েছেন হাসিমুখে। ‛শ্রীময়ী’-র সুবাদে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। পর্দায় তার অভিনয় দেখে একদিকে যেমন তাকে গালমন্দ করতেও ছাড়তেন না মানুষজন, ঠিক তেমনই আবার তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সকলেই। পর্দায় ঊষসী যতটা কুচুতে স্বভাবের বাস্তবে কিন্তু তার ঠিক উল্টো। খুব হাসিখুশি, প্রাণোচ্ছল, শান্তিপ্রিয় একজন মানুষ তিনি। বিশেষত সকলকে অনুপ্রাণিত করতে ভালোবাসেন।

পাশাপাশি তিনি ফিটনেস ফ্রিকও বটে। আর তাই সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ‛কর্ণপীড়াসন’ করার একটি ছবি শেয়ার করেছেন। আর সেই দেখেই একেরপর পর কটাক্ষের বন্যা করে নেটিজেনরা। এমনকি অনেক আবার যৌন ইঙ্গিত দিয়ে রেখেছেন কু-প্রস্তাব। তবে, এসব একেবারেই সহ্য করার পাত্রী নন অভিনেত্রী। আর তাইতো এবার নিজের মতো করে দিলেন কড়া উত্তর। সম্প্রতি অভিনেত্রী নিজের ফেসবুক (Facebook) হ্যান্ডেলে যোগার এই ছবি পোস্ট করেছেন।

আর তারপর লিখেছেন যে, আমার কর্ণপীড় যোগা পোজ দেখে অনেক শারীরিক ও মানসিকভাবে আনফিট মানুষদের মধ্যে যৌন উদ্দীপনা দেখা দিয়েছে। হয়তো তাদের যৌন খিদেটা বেশি অথবা তারা যে পরিবেশে বড় হয়েছে যেখানে মেয়েদের অন্যদের সামনে গালিগালাজ করা হয়। আর তাই তারা মেয়েদের সম্মান দেওয়ার কোনো চেষ্টাই করে না। আমার তাদের এবং তাদের জীবনে থাকা মহিলাদের প্রতি রইল সমবেদনা।

তবে, এখানেই শেষ নয়। অভিনেত্রী আরও লিখেছেন যে, আমার ফেক্সিবেল বডি দেখে যদি কোনো পুরুষের মনে যৌনকাঙ্খা জেগে থাকে তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাদের শিক্ষা নেই। নেই কোনো ক্লাস। এমনকি তাদের সাধারন মূল্যবোধ টুকুও গড়ে ওঠেনি। পাবলিক ফোরামে কি লেখা উচিত তারা সেটাই জানে না। আসলে তারা নিজেরাই জানেন যে, এমন আনফিট, ভুঁড়িওয়ালা শরীর নিয়ে তাদের মনের ইচ্ছে পূরণ হবেনা। পাশাপাশি কর্ণপীড় যোগা আসনের উপকারিতার কথাও বলেন।

জানান যে, এটি খুবই কঠিন আসন। বদহজম দূর করতে, শিরদাঁড়ার জড়তা কাটাতে এমনকি অবসাদ দূর করতে এটি খুবই কার্যকারী। ভবিষ্যতে এমন আরও আসন নিয়ে ফিরবেন বলে জানান। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল উষসীর (Ushasie Chakraborty) এই পোস্ট। আগামী দিনে উষসীকে ইন্দ্রানী হালদারের সঙ্গে ‛ছোটলোক’ ওয়েব সিরিজে দেখা যাবে।