Urvashi Rautela: ঐশ্বর্য ভাবছে নিজেকে! নীল লিপস্টিকে অদ্ভুত লুক উর্বশীর, ধেয়ে এলো কটাক্ষ

‛ঐশ্বর্য ভাবছে নিজেকে’! কান চলচ্চিত্র উৎসবে নীল রঙের লিপস্টিক পরে কটাক্ষের মুখে বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বর্তমানে সকলের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে এই উৎসব। কোন কোন সেলিব্রেটি হাঁটছেন এই রেড কার্পেটে এমনকি তাদের পরনের পোশাকই বা কেমন সবেতেই নজর রয়েছে নেটিজেনদের। ইতিমধ্যেই ঐশ্বর্য রাই, এশা গুপ্তা, সারা আলি খান সহ আরও অনেকে হেঁটেছেন এই চলচ্চিত্র উৎসবে।
আর এবার বৃহস্পতিবার ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে ‛ইন্ডিয়ানা জোন্স এবং ডায়াল অফ ডেসটিনির স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। এদিন ক্রিম রঙ ও ফিরোজা নীল রঙের অফ শোল্ডার গাউন বেছে নিয়েছিলেন অভিনেত্রী। পরিপাটি করে বাধা চুল। তবে, যে এদিন যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে সকলের তা হল অভিনেত্রীর ঠোঁটের লিপস্টিক। এদিন নীল রঙের লিপস্টিকে ধরা দিয়েছিলেন উর্বশী।
যদিও এর আগে ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে বেগুনী রঙের লিপস্টিকে নজর কেড়েছিল ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। আর এবারে উর্বশীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। পাশাপাশি বয়েছে কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন ‛ঐশ্বর্য ভাবছে নিজেকে’। আবার কেউ লিখেছেন ‛এক বোতল কালি খেয়ে নিয়েছে’। এদিন উর্বশীকে রেড কার্পেটে দাঁড়িয়ে ঐশ্বর্যর স্টাইলে হাত নেড়ে ফ্লাইং কিস ছুঁড়তে দেখা যায়।
তবে, এই বারই নয় এর আগেও কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে বল গাউনে সঙ্গে এলিগেটর নেকপিসে তাক লাগিয়েছিলেন উর্বশী। যথারীতি সেই ছবি দেখেও কটাক্ষের বন্যায় ভরিয়েছিলেন নেটিজেনরা। চলতি বছরে কানের এই উৎসবে পারভিন বাবি-র বয়োপিকের ফটোকল লঞ্চ হবে। আর এই পারভিন বাবি-র জীবনীচিত্রে অভিনয় করেছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সম্প্রতি উর্বশীর নীল লিপস্টিক পরে কটাক্ষের কথাই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।