×
EntertainmentVideoViral Video

আর একটু হলেই বেরিয়ে আসতো বক্ষযুগল, হাত দিয়ে পোশাক সামলে মঞ্চ মাতালেন উর্বশী, ভাইরাল ভিডিও

মাত্র ২৮ বছর বয়সী মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। ২০১৫ সালে তিনি ‘Miss Diva Universe’ মুকুট জিতে নেন। এরপর থেকে বলিউডে বেশ কিছু সিনেমা ও আইটেম গানে নাচতে দেখা যায় তাকে। তবে অভিনয়ের থেকে তিনি মডেলিং ক্যরিয়ারে বেশি প্রতিষ্ঠিত তা এক বাক্যে সবাই বলবে। তবে সম্প্রতি উর্বশী কার্যত সম্পূর্ণ দেশের নাম উজ্জ্বল করেছেন বিদেশের মাটিতে। তার সাথেই তার রূপের ঝলকও পাওয়া গেল সেখানে।

‘বুর্জ আল আরব’-এ ‘এমিগালা’ অ্যাওয়ার্ড’ শো-তে এই বছর উপস্থিত ছিলেন উর্বশী। বলাই বাহুল্য ভারত থেকে তিনি এই আওয়ার্ডে একাই আমন্ত্রিত ছিলেন। সেখানেই নাচে-গানে স্টেজ মাতালেন তিনি। সবুজ রঙের অফ শোল্ডার লং গ্রাউনে দেখা গেছে উর্বশীকে। সাথেই স্টেজে পারফর্ম করার সময় তার স্তনযুগল ঠিকরে বেরিয়ে আসছে তা অনেকেই লক্ষ্য করেছেন। উর্বশীকে বেশ কয়েকবার হাত দিয়ে তার ড্রেস ঠিক করতে দেখা গেছে। তার সাথেই ন্যুড মেকআপ, পনিটেল চুল বাঁধা ও লাস্যময়ী লুকে অজান্তেই রাতের ঘুম কেড়ে নিয়েছেন সবার।

ক্যাপশনে তিনি লিখেছেন -‘আমি খুশি যে আমি প্রথম ভারতীয় যিনি বুর্জ আল আরব-এ পারফর্ম করেছি’। এখনও পর্যন্ত বিশ্বের মাত্র ৭ জন তারকা এই মঞ্চে পারফর্ম করেছিলেন, এবারে সেখানে যুক্ত হলো উর্বশীর নাম। তিনি যে খুব খুশি তা আর আলাদা করে বলে দিতে হবে না। উল্লেখ্য, ‘Dil Hai Gray’, ‘Black Rose’ এই দুটি সিনেমায় অভিনয় করবেন উর্বশী। যার মধ্যে Black Rose সিনেমাটির মধ্যে দিয়ে তামিল ফ্লিম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন এই সুন্দরী নায়িকা। ডিরেক্টর Joseph D Sami পরিচালনাতেও একটি সিনেমায় অভিনয় করছেন উর্বশী। যার নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানা যাচ্ছে।