Anurager Chhowa: আচমকা মিশকার ব্যাগ থেকে রিপোর্ট বার করে সূর্যকে চমকে দিল উর্মি! জানুন আসল ব্যাপারটা

অবশেষে দীপার (Dipa) পাশে এসে দাঁড়ালো উর্মি! এবার মিশকার (Mishka) শয়তানি সকলের সামনে ফাঁস করবে উর্মি। টানটান পর্ব ‛অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)। বর্তমানে সেনগুপ্ত পরিবারের সকলেই উর্মির সন্তান হওয়ার আনন্দে মাতোয়ারা। কিন্তু তার মধ্যেও মিশকা নিজের শয়তানি চালিয়ে যাচ্ছে। কিন্তু সবকিছুর জন্য সূর্য বারেবারে দীপাকেই দায়ী করছে। এমনকি উর্মিও দীপাকে অপমান করে। তবে, এবার বোধহয় সুখের মুখ দেখতে চলেছে দীপা।
উর্মির (Urmi) সন্তান হওয়ার পর সকলে মিলে তার বাবার বাড়িতে গেছে। সেখানে যেমন দীপাও (Dipa) গেছে তেমনই সূর্যের পিছুপিছু মিশকাও সেখানে উপস্থিত হয়েছে। আর তারপর উর্মি মনে মনে ভাবতে থাকে কিভাবে এই মিশকার মুখোশ সবার সামনে খুলে দেবে। আর যথারীতি তারপর মিশকা (Mishka) অন্যদিকে যাওয়া মাত্রই তার ব্যাগ সার্চ করে উর্মি। আর তারপরই দেখতে পায় একটি রিপোর্ট।
যেটি সোনা (Sona) ও সূর্যর (Surya) DNA টেস্টের রিপোর্ট। প্রথমে সেটি দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় উর্মি। কিন্তু তারপরেও সে সেই রিপোর্ট দীপার হাতে তুলে দেয়। দীপা (Dipa) তো সেই রিপোর্ট দেখে অবাক। এমনকি উর্মিকে বলে বোনু তুই যে আমার কতবড় উপকার করলি। আর তারপরই সবাই যখন একসঙ্গে বসে থাকে তখন উর্মি রিপোর্টটা বের করে সূর্যর হাতে দেয়। যথারীতি সূর্য সেই রিপোর্ট দেখে অবাক হয়ে যায়।
এমনকি এও ভাবে যে, সে বাবা হতে সক্ষম এমনকি রূপাও (Rupa) তার মেয়ে। শুধু এটুকুই নয় এদিন উর্মি সকলের সামনে মিশকার আরও সব কু-কীর্তির কথা ফাঁস করে দেয়। আর এসব ঘটনায় মিশকা একেবারে ভয় পেয়ে যায়। এবার শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে সূর্য-দীপার (Surya-Dipa) জীবনে।
তবে, প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Telly Golpo’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। তাই এই ভিডিওর সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আর তাই আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে তা তখনই জানা যাবে।