নির্লজ্জতার সমস্ত সীমা ছাড়িয়েছেন উরফি জাভেদ, ভিডিও দেখে হাঁ নেটিজেনরা

বিগ বসের ঘরে উরফি জাভেদ (Urfi Javed) বেশিদিন টিকতে না পারলেও ফ্যাশন দুনিয়ার কুইন হয়ে দীর্ঘদিন তিনি টিকে আছেন। যে কারণে প্রতিদিন তিনি নিজের তৈরী করা ফ্যাশনই যেন ভাঙতে প্রস্তুত। সম্প্রতি তার এক উটকো ফ্যাশন ভিডিও কার্যত ইন্টারনেট নাড়িয়ে দিয়েছে। যেখানে কালো রঙের নেটের ব্রালেটে ও থাই কাট মাইক্রো টাইট স্কার্টে দেখা যাচ্ছে। তাই নয় উপরে সোনালী রঙের একটি নেট দিয়ে ঢেকেছে শরীর।
তার সম্পূর্ণ শরীরই যে দৃশ্যমান তা বলার অপেক্ষা রাখে না। সাথেই খানিক পোশাক উরফির বক্ষবিভাজকা ও নিতম্ব ঢেকে রেখেছে। এই পোশাক যে তিনি নিজের বুদ্ধিতে বানিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। নীল রঙের গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিলেন জমিয়ে। বাঁধা চুল ও ডার্ক লিপস্টিকে বেশ হট লাগছিলো তাঁকে।
View this post on Instagram
তবে তিনি একা নন ভিডিওতে উরফির সাথে ছিল তার বোন আসফি জাভেদ। পোশাকের দিক থেকে তিনি কিন্তু পুরো উল্টো কারণ সাদা রঙের সাধারণ একটি পোশাকে দেখা গেল আসফিকে। মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও। কেউ বলেছেন -‘ঢাকতেও জানে না, আবার দেখাতেও জানে না’। দ্বিতীয়জন লিখেছেন -‘এটাকে কি বলা হয় বাট আউটফিট’।
View this post on Instagram
তবে এক নেটিজেন কার্যত সব বাঁধ ভেঙে দিয়েছে। সে লিখেছে-‘উরফি মরে গেলে একমাত্র সাদা কাপড় তাঁর সম্পূর্ণ শরীর ঢাকবে মনেহয়’। বিতর্কে আবারো উরফি জড়িয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আবার অনেক মানুষ উরফির দারুণ প্রশংসা করেছেন।