Entertainment

স্তন থেকে বেরিয়ে লাল রঙের লম্বা দুটো শিং ! উরফির পোশাক দেখে চোখ কপালে নেটিজেনদের

স্তন থেকে বেরিয়ে লম্বা দুটো সিং! ফের উরফির (Urfi Javed) তাজ্জব ফ্যাশানে কুপোকাত ভক্তরা। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। প্রতিদিন নিজেকে কিভাবে চর্চায় রাখতে হয় তাতে সিদ্ধহস্ত তিনি। নারীদের পোশাকের ট্যাবু ভাঙতে তিনি বরাবরই এগিয়ে। পোশাক নিয়ে তার কোনো রাখঢাক নেই। আর তাইতো নেটিজেনদের নানান ধিক্কারকে উপেক্ষা করে তিনি নিজেকে মেলে ধরেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

কখনও পাথর, কখনও ডাস্টবিন ব্যাগ, আবার কখনো খবরের কাগজ ও শামুকেও নিজের ফ্যাশান খুঁজে নিয়েছেন। তার অদ্ভুত ফ্যাশান সেন্স দেখলে ভিরমি খেতে হবে আপনাকেও। আর পাপারাজ্জিরাও সারাদিন তার পিছনে ছুটে চলেছেন। আর এবারেও তার ফ্যাশান একেবারে ক্লিন বোল্ড করেছে সকলকে। সম্প্রতি উরফি (Urfi Javed) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কয়েকটি ছবি ও ভিডিও (Video) শেয়ার করেছেন।

যেখানে তাকে লাল রঙের একটি আজব অন্তর্বাস-এ দেখা যাচ্ছে। এমনকি অন্তর্বাসয়ের উপর আটকানো রয়েছে শিং। আর নীচে পড়েছেন কালো রঙের একটি প্যান্ট। যার চেইন খানিকটা খোলা। ন্যুড লিপস্টিক সহ সাদামাটা লুকেই ধরা দিয়েছেন উরফি (Urfi Javed)। কখনও স্তনে হাত দিয়ে, আবার কখনও বিনুনিতে হাত দিয়ে মুখের অঙ্গভঙ্গি করে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবি ও ভিডিও পোস্ট করে উরফি ক্যাপশনে লিখেছেন যে, ‛হর্ন ফর ইউ’।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ছবি ও ভিডিও (Video) শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛লাল সিং চাড্ডা’। আবার কেউ লিখেছেন ‛আমারও এই টপ চাই’। কেউ আবার লিখেছেন ‛খুব খারাপ পোশাক এটি’। আবার কেউ অশ্লীল মন্তব্য করতেও দুবার ভাবেননি। তবে, অনেকেই আবার উরফির ফ্যাশানের প্রশংসা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

প্রসঙ্গত, ২০১৬ সালে ‛বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনী নামের একটি চরিত্রে অভিনয় করে প্রথম গ্ল্যামার জগতে পা রাখেন। এরপর একাধিক ওয়েব সিরিজ ও সিরিয়ালে তিনি কাজ করেছেন। তারপর তাকে ‛বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী হিসেবে দেখা যায়। যদিও বর্তমানে তাকে সবাই উদ্ভট পোশাক পরে শিরোনামে আসা উরফি হিসেবেই বেশি মনে রাখেন। সম্প্রতি উরফির (Urfi Javed) এই ছবি ও ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।