EntertainmentVideoViral Video

লজ্জার সমস্ত সীমা ছাড়িয়ে টয়লেট পেপার দিয়ে পোশাক বানিয়ে পরলেন উরফি, দেখে হাঁ নেটিজেনরা

Advertisement

ফের একবার উরফির (Urfi Javed) ফ্যাশানে ঘুম উড়লো নেটিজেনদের। টয়লেট পেপার দিয়ে এবার পোশাক বানালেন অভিনেত্রী। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‘বিগ বস’-র (Big Boss) ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন অভিনেত্রীও বটে। নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

প্রায়সময়ই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। কেননা কিছু না কিছু কান্ড ঘটিয়ে চমকে দেন নেটিজেনদের। বলা ভালো এখন ইন্টারনেট সেনসেশন হলেন উরফি। তার অদ্ভুত ফ্যাশন দেখে অনেক সময় ভিরমি খান মানুষজন। এমনকি এই কারণে তাকে ট্রোলডও হতে হয়। কিন্তু তাতে কুচ পরোয়া নেই উরফির। বরং মাঝেমধ্যে অদ্ভুত সব পোশাকে ঝড় তোলেন নেটমাধ্যমে। বর্তমানে বলিউডের ফ্যাশানিস্তা হলেন উরফি জাভেদ।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

তিনি যা কিছু দিয়ে যে পোশাক বানিয়ে ফেলতে পারেন তা এতদিনে সবাই জেনে গিয়েছে।  তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যার শুরুতেই দেখা যাচ্ছে যে, তার বোন বলছে টয়লেট পেপার কোথায়? তার পরমুহূর্তেই বলছেন এখানে কি উরফি আছে? তারপরই উরফিকে টয়লেট পেপার দিয়ে তৈরি পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে। টয়লেট পেপার থেকে উরফি একটি টপ ও একটি শর্ট স্কার্ট তৈরি করেছেন। তবে, এবারে তার বোন আসফি জাভেদ তাকে এই কাজে সাহায্য করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ভিডিওটি শেয়ার করে উরফি ক্যাপশনে লিখেছেন যে, ‛টয়লেট পেপার থেকে তৈরি হ্যাঁ’! ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন এই বোকামি বন্ধ করুন রমজান চলছে। আবার একজন নেটিজেন লিখেছেন, এই প্রতিভা উরফি ছাড়া আর কারোর থাকতে পারেনা। আবার কেউ লিখেছেন ‛এর উপর জল ঢেলে দে’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার মুখে উরফির এই নতুন ফটোশ্যুট।