×
EntertainmentVideoViral Video

Urfi Javed: লুকিয়ে ভিডিও বানানোর ফল! রেগে যুবকের সঙ্গে যা করলেন উরফি, ভাইরাল ভিডিও

বিতর্ক যেন পিছু ছাড়বার নয় উরফি জাভেদের। যে কারণে বারংবার তাঁর ফ্যাশন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটা ছেঁড়া চলতেই থাকে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এক নতুন ঝামেলায় পরেছেন উরফি (Urfi Javed)। যেখানে এক ব্যক্তি লুকিয়ে লুকিয়ে উরফির ভিডিও নিচ্ছিলেন। ব্যাস, হাতে নাতে ধরেছেন নায়িকা আর তারপরে যা করলেন সেটা কেউ ভাবতেও পারবে না।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তির হাত থেকে ফোন ছিনিয়ে নিতে দেখা গেল। আসল ঘটনাটি ঠিক কি ঘটেছিলো কিংবা উরফি জাভেদের কি এমন ভিডিও বানাচ্ছিলো সেই ব্যক্তি এসব প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে আপনাদের। আসলে উরফি জাভেদ সেটের মধ্যে একটি বিশেষ শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সবাইকে সেখানে ফোন থেকে কোনো ফটো কিংবা ভিডিও করতে বারণ করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by GUPSHUP24X7 (@gupshup24x7)

সেইসময়ই এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুটিংয়ের ও উরফি জাভেদের কিছু ভিডিও তোলেন। ব্যাস, ফ্যাশন কুইন কার্যত রণচন্ডি রূপ ধারণ করেন। সরাসরি সেই ব্যক্তিকে এসে হাতেনাতে ধরে ফেলেন তিনি। উরফির বডিগার্ড হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে দেখেন ভিডিও আছে। উরফি তখন বলে সেই ভিডিও এখনই ডিলিট করে দিতে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ব্যাপক ভাইরাল হয়ে ওঠে সেই ভিডিও। যদিও অনেকেই পুরো ‘স্ক্রিপ্ট’ বলেছেন সেই ভিডিও দেখে। বিগবস ওটিটি’ ঘরে সপ্তাহ খানেকের বেশি টিকতে না পারলেও উরফি নিজের ছাপ ছেড়ে গেছেন। বিভিন্ন ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। তবে দেশের মানুষ অভিনেত্রী নয় বরং তাঁকে ‘ফ্যাশন কুইন’ হিসাবেই দেখতে পছন্দ করে থাকেন। বর্তমানে তাঁকে ফ্যাশন সেলিব্রিটি থেকে আমজনতা সবাই ফলো করে থাকেন।