EntertainmentVideoViral Video

Urfi Javed Sister: তীব্র শরীরী মোচড়ে দুর্দান্ত ‘বেলি ড্যান্স’ করে ভাইরাল উরফি জাভেদের বোন, দেখুন ভিডিও

Urfi Javed Sister Belly Dance Video: ‛Dil Cheez Tujhe Dedi’ গানে অসাধারণ বেলিড্যান্স করে তাক লাগালেন উরফি জাভেদের বোন উরুসা জাভেদ (Urusa Javed)। মুহূর্তে ভাইরাল ভিডিও। আশাকরি উরফি জাভেদকে (Urfi Javed) নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বলতে গেলে তিনি যে বিষয়টি নিয়ে সংবাদের পাতায় উঠে আসেন তা হল তার ড্রেস।

তার নিত্যনতুন ফ্যাশান দেখলে ভিরমি খাবেন আপনিও। কখনও পাথর দিয়ে কখনও টয়লেট পেপার আবার কখনও টি ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে তিনি হাজির হন সকলের সম্মুখে। তবে, সম্প্রতি উরফি নয় তার বোন উরুসা (Urusa Javed) উঠে এলেন সংবাদের শিরোনামে। তাও আবার বেলিড্যান্স দেখিয়ে। এটি এমন একটি নাচ যা নিয়ে পাড়ার রকে হোক বা সন্ধ্যের চায়ের বৈঠকে আলোচনা থেকে সমালোচনা সবই হয়।

কিন্তু একজন শিল্পীই বোঝে শিল্পের কদর। আর তাইতো এখন মেয়েরা সব বাঁধা-বিপত্তি, প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলে। আগেকারদিনে বিদেশ-বিভূঁইতে এই নাচের প্রচলন ছিল বেশি। কিন্তু এখন টলি-বলি অভিনেত্রী হোক বা কোন অনামী শিল্পী নিজের নাচের দক্ষতা দিয়ে জায়গা করে নেন সকলের মাঝে। তারাও এখন কোনো নামী-দামী শিল্পীর থেকে কোনো অংশে কম নয়। আর একথা তারা বুঝিয়ে দিচ্ছেন নিজের পারফরম্যান্স দিয়ে।

আর তেমনই উরফির (Urfi Javed) বোনও বেলিডান্সে তাক লাগিয়েছেন। ‛Dil Cheez Tujhe Dedi‘ গানে তাকে বডি ফ্ল্যান্ট করতে দেখা যাচ্ছে। উরুসার (Urusa Javed) পরণে রয়েছে হালকা সাদা রঙের ক্রপ টপ ও লাল রঙের থাইস্লিট। খোলা চুলে, হালকা মেকআপ ও গাঢ় লিপস্টিক ও দুহাতে চুরিতে তিনি ধরা দিয়েছেন। উরুসা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ভিডিওটি (Video) শেয়ার করেছেন। যথারীতি ভিডিও শেয়ার করা মাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Urusa Javed (@_urusa)

কেউ লিখেছেন ‛অসাধারণ’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’। সবমিলিয়ে উরুসার (Urusa Javed) এই বেলিডান্সের ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।