খোলামেলা পোশাকে ঠিকরে বেরোচ্ছে যৌবন জৌলুস, নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘হট বম্ব’ উরফি জাভেদ

উরফি জাভেদকে (Urfi Javed) কয়েকদিন আগেই দেখা গিয়েছিলো রাস্তার মাঝে অট্ট হাসি হাসতে। তবে সেলিব্রেটি দের হাসি ও যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু বোঝা যায় উরফির হাসির বিতর্ক দেখে। এক অনুরাগী গুটখা খেয়ে উরফির সামনেই মুখ থেকে ফেলে দেয়। তা দেখে উরফি দারুন হেসেছিলো যে কারণে তাকে নেটিজেনদের রোষের মুখেও পড়তে হয়।
View this post on Instagram
তবে এবার ‘ফ্যাশন কুইন’ গোলাপি রঙ্গের ওয়ান পিস স্লিভলেস শর্ট ড্রেসে ধরা দিলেন। তিনটি ছবি উরফি তার ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে আপলোড করেছেন। তিনি অন্তর্বাস পরতে ভালোবাসেন না সে কথা সবারই জানা। যে কারণে এবারও তাকে বিনা অন্তর্বাস পরা ড্রেসেই দেখা গেল। লাল লিপস্টিক, বাঁধা চুল ও সম্পূর্ণ বক্ষ বিভাজকা স্পষ্ট যা অনায়েসেই কেড়ে নিয়েছে পুরুষ নেটিজেনদের মন। তবে তার সাথেই লক্ষ্য করার মতো তার বাম বক্ষের নিচে একটি পালকের ট্যাটু। এই ট্যাটু নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে।
View this post on Instagram
ফটো গুলির ক্যাপশনে উরফি লিখেছে -‘শুধু এমনি’। মুহূর্তেই অর্ধ লক্ষের থেকেও বেশি লাইক ছাড়িয়ে গেছে ফটো গুলিতে। ‘সত্যি এই ফটোটায় তোমায় দারুন লাগছে উরফি’ -লিখেছেন এক নেটিজেন। অন্য একজন মজা করে লিখেছেন -‘দাঁড়ান সেই গুটখাম্যান আসছে। আবার আপনার সামনে গুটখা খেয়ে ফেলবে’। বোঝাই যাচ্ছে সেই মজার মুহূর্ত নেটিজেনরা এখনো ভুলতে পারেননি।
View this post on Instagram
‘Bade Bhaiyya Ki Dulhania’, ‘Chandra Nandini’, ‘Bepannah’, ‘Yeh Rishta Kya Kehlata Hai’, ‘Kasautii Zindagii Kay’, ‘Puncch Beat 2’ এর মতো ধারাবাহিক ও ওয়েব সিরিজ -এ অভিনয় করেছেন উরফি জাভেদ। তবে ‘বিগবস ওটিটি’ (Bigboss OTT) থেকেই উরফি দারুন জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে।