Urfi Javed: ২ বছর শারীরিক নির্যাতন সহ্য করেছি, আমায় ‘পর্ণস্টার’ বলেছিল বাবা: উরফি জাভেদ

ছোটবেলার স্মৃতি প্রায় বেশিরভাগ মানুষের কাছেই সুখের হয়। তবে, হাতে গোনা যে কয়েকজন মানুষের কাছে সুখের হয়না তাদের মধ্যে একজন হলেন উরফি জাভেদ (Urfi Javed)। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার (Social Media) সেনসেশন তথা বলিউডের (Bollywood) ‛ফ্যাশনিস্তা’।
প্রায় প্রতিদিনই তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। আর তার ফ্যাশান সেন্স দেখে ভিরমি খান সকলেই। তবে, জানেন কি এই উরফির ছোটবেলার স্মৃতি একেবারেই সুখকর ছিল না।
View this post on Instagram
মাত্র ১৭ বছর বয়সেই তিনি নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু কেন তা জানেন কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

উরফি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি টিউব টপ পরা এক সাধারণ ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার করেছিলাম, সেই ছবিই কেউ ডাউনলোড করে পর্ন সাইটে পোস্ট করেন। বিষয়টা আত্মীয়রা জানতে পারলে আমাকেই দোষারোপ করা শুরু করলেন। আমাকে বলা হয়েছিল আমি নাকি ‛পর্নস্টার’। আমি অবাক হয়ে বললাম, তাই যদি হবে তাহলে ভিডিয়ো কোথায়? এমনকি আমার বাবাও একথা বলেছিলেন’।
View this post on Instagram
এমনকি অভিনেত্রী আরও বলেছেন যে, ‛বাবা আত্মীয়দের বলেন, পর্ন সাইটের লোকজন নাকি ৫০ লক্ষ টাকা দাবি করছেন। আমি কিছুই বুঝিনি সেদিন, কিছু বলতেও পারিনি। কারণ আমায় মারধর করা হয়েছিল, কিন্তু কেন মার খাচ্ছি বুঝতে পারিনি। আমি কিছু লোকজনের ‛শিকার’ হয়ে গিয়েছিলাম। আত্মীয়স্বজন একপ্রকার, নিজের বাবাও এমন করলে মেনে নেওয়া সহজ ছিল না। ২ বছর অনেক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছি, লোকজন খারাপ শব্দে আমায় ডাকত। বাবা এমন মারতেন যতক্ষণ না অজ্ঞান হয়ে যাই। তখন মনে হত আত্মহত্যা করি। তারপর সতেরো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই’।
Urfi Javed Black Side Of Life:
View this post on Instagram
কিন্তু তারপর উরফি কি করেন? সেই বিষয়ে উরফি বলেছেন যে, ‛বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর লখনউতে একটা বাড়িতে ভাড়া থাকতাম আমি এবং আমার বোনেরা। টিউশন পড়িয়ে ভাড়া দিয়েছি। এরপর সেখান থেকে দিল্লিতে এক বন্ধুর ফ্ল্যাটে চলে যাই, কল সেন্টারে চাকরি করতাম। তারপর সেখান থেকে মুম্বই আসি। এসে পেয়িং গেস্ট থাকতাম। বিভিন্ন অডিশন দিতে শুরু করি, ফ্যাশানের প্রতি সবসময়ই আমার আগ্রহ ছিল’।