Urfi Javed: পোশাকের ফাঁকে সুস্পষ্ট বক্ষ যুগল! উরফির ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

Urfi Javed : দেশ সহ পৃথিবী জুড়ে রমজান (Ramadan) মাস চলছে। আর দিন কয়েক পরেই পবিত্র ঈদ (Eid) উৎসবে মাতবেন সকলে। এমন সময়ে অভিনেত্রী উরফি জাভেদকে (Urfi Javed) কোনোরকম উৎপাটাং পোশাকের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন অনেক শুভাকাঙ্খী। তবে সে যে উরফি জাভেদ, ‘কুছ পরোয়া নেহি’ আবারো একবার হাতে নাতে প্রমাণ করিয়ে দিলো। নতুনত্ব তাঁর ফ্যাশন দেখে কার্যত ‘অভদ্র’ বলতে ছাড়ছেন না নেটিজেনরা।
View this post on Instagram
তাঁকে নতুন কালো রঙের বক্ষবিভাজকা ট্রান্সপ্যারেন্ট ছোট পোশাকে দেখা গেল। কিন্তু এটা কি, স্তন যুগল ও স্তন বৃন্ত পুরোপুরি পোশাকের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তাঁর। যা দেখে রীতিমতো ব্যাপক চর্চা শুরু হয়ে যায়। তবে আদতে কিন্তু উরফির স্তন যুগল সেটা নয়। বরং পোশাকের উপরে সেটা হাতে আঁকা হয়েছে। হ্যাঁ শুনে চমকে গেলেন নিশ্চয়ই তবে এই খবর তিনি নিজেই ক্যাপশনের মাধ্যমে জানিয়েছেন।
Instagram Post Of Urfi Javed
View this post on Instagram
ক্যাপশনে লিখেছেন -‘কতটা বেশি ঠিক অনেকটা বেশি। এঁকেছেন খুব প্রতিভাবান @shwetmahadik। আপনাদের জানিয়ে রাখি অভিনেত্রী ও ফ্যাশন ইনফ্লুয়েন্সর শ্বেতা মাহাদিক (Shweta Mahadik) এই পোশাকের চিত্রটি এঁকেছেন। কিন্তু দেখে যে একদমই বোঝা যাচ্ছে না সেটাও ঠিক। মুখে মানানসই মেকআপ, ঠোঁটে বোল্ড লিপস্টিক, পরিপাটি করে বাঁধা চুলে লেন্সবন্দি হয়েছেন উরফি।
View this post on Instagram
লক্ষ লক্ষ লাইক আসলেও ব্যাপক হারে ট্রোল হয়েছেন নায়িকা। কেউ বলেছেন -‘এটা কোনো ফ্যাশন নয়, শুধুমাত্র অভদ্রতা।’ দ্বিতীয়জন লিখেছেন -‘ডাক্তার দেখান আপনি রীতিমতো অসুস্থ’। আবার কেউ কেউ তার এই নগ্নতা দেখিয়ে রোজগার করার পন্থাকে ব্যঙ্গ করেছেন। তবে উরফি জাভেদ যে কার্যত কারোর মতামত গ্রহণ করতে ইচ্ছুক নয় সে কথা তাঁর প্রতিদিনের কাজেই ফুটে উঠছে।