ট্রান্সপারেন্ট পোশাকে সুস্পষ্ট অন্তর্বাস! প্রকাশ্যে রাস্তায় হট লুকে আগুন ধরালেন উরফি, ভাইরাল ভিডিও

বিগ বসের ঘরে উরফি জাভেদ (Urfi Javed) প্রথমে সপ্তাহের বেশি টিকতে না পারলেও ফ্যাশন দুনিয়ার কুইন হয়ে দীর্ঘদিন তিনি টিকে আছেন। যে কারণে প্রতিদিন তিনি নিজের তৈরী করা ফ্যাশনই যেন ভাঙতে প্রস্তুত। সম্প্রতি তার এক উটকো ফ্যাশন ভিডিও কার্যত ইন্টারনেট নাড়িয়ে দিয়েছে। যেখানে কালো রঙের নেটের ব্রালেটে ও থাই কাট মাইক্রো টাইট স্কার্টে দেখা যাচ্ছে। তাই নয় উপরে সোনালী রঙের একটি নেট দিয়ে ঢেকেছে শরীর।
তার সম্পূর্ণ শরীরই যে দৃশ্যমান তা বলার অপেক্ষা রাখে না। সাথেই খানিক পোশাক উরফির বক্ষবিভাজকা ও নিতম্ব ঢেকে রেখেছে। এই পোশাক যে তিনি নিজেই বানিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। নীল রঙের গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজও দিলেন জমিয়ে। বাঁধা চুল ও ডার্ক লিপস্টিকে বেশ হট লাগছিলো তাঁকে।
তবে তিনি একা নন ভিডিওতে উরফির সাথে ছিল তার বোন আসফি জাভেদ। পোশাকের দিক থেকে তিনি কিন্তু পুরো উল্টো কারণ সাদা রঙের সাধারণ একটি পোশাকে দেখা গেল আসফিকে। মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও। কেউ বলেছেন -‘ঢাকতেও জানে না, আবার দেখাতেও জানে না’। দ্বিতীয়জন লিখেছেন -‘এটাকে কি বলা হয় বাট আউটফিট’।
তবে এক নেটিজেন কার্যত সব বাঁধ ভেঙে দিয়েছে। সে লিখেছে-‘উরফি মরে গেলে একমাত্র সাদা কাপড় তাঁর সম্পূর্ণ শরীর ঢাকবে মনেহয়’। বিতর্কে আবারো উরফি জড়িয়ে পরেছেন তা বলার অপেক্ষা রাখে না। আবার অনেক মানুষ যেমন মজাদার তেমনই উরফির দারুণ প্রশংসা করেছেন।