×
EntertainmentVideoViral Video

Urfi Javed: লজ্জার সীমা ছাড়িয়ে ফের উদ্ভট পোশাক পরে সামনে এলেন উরফি জাভেদ, তুমুল ভাইরাল ভিডিও

আবারো খবরের শিরোনামে উরফি জাভেদ (Urfi Javed) ও তার বিতর্কিত এবং চমকপ্রদ ফ্যাশন। বিগবস ওটিটি খ্যাত উরফি ফ্যাশন জগতের আইকন বলা যেতে পারে। বলিউডের প্রথম সারির নায়িকা অর্থাৎ দীপিকা পাডুকোন (Deepika Padukone), করিনা কাপুর (Kareena Kapoor), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) কেউই তাঁর মতো ফ্যাশনে দর্শকদের চমকে দিতে পারেনি। তবে এবারের ফ্যাশন যেন সব কিছুর উর্দ্ধে উঠে গেছে।

Voompla নামের ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে উরফি জাভেদকে দেখা গেল কোন আকৃতির ব্রালেটে নিজের স্তন যুগল ঢাকতে। হ্যাঁ অবাক লাগলেও এই হতবাক করা পোশাকেই এবার দেখা মিলেছে উরফির। গাড়ি থেকে নামতে দেখা গেল কালোর মধ্যে গোল্ডেন কাজ করা আইস ক্রিম কোনের মতো দেখতে ব্রালেটে পরেছেন তিনি সাথেই কালো রঙের টাইট স্কার্ট।

উষ্ণতা যে ছড়িয়েছে এই পোশাকে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ধরণের সাজ দেখে হাসি মজায় জুড়েছেন সকলে। কেউ লিখেছেন -‘ফটোগ্রাফাররা কিভাবে হাসি চেপে রেখেছে কে জানে?’ দ্বিতীয়জন লিখেছেন -‘পুরো পাগল’। তবে উরফির এই পোশাক যে ব্যাপক ভাইরাল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

দিন কয়েক আগেই উরফি জানিয়েছিলেন মুম্বাইতে তাঁর ধর্ম ও ফ্যাশনের জন্য কেউ বাড়ি ভাড়া দিতে চাইছেন না। সেই কারণে মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন নায়িকা। তবে সেসব ভুলে উরফি আবারো যে ফ্যাশনের কাজে ফিরে এসেছেন সেটা দেখে খুশি তাঁর অনুরাগীরা।