কটন ক্যান্ডি ও সাপ এখন অতীত! ঝুড়ি দিয়ে পোশাক বানিয়ে ফের নেটবাসীদের কটাক্ষের মুখে উরফি জাভেদ

সম্পূর্ণ শরীর ঢেকেছে বাঁশের তৈরী ঝুড়ির সাহায্যে, একি উরফি জাভেদের নতুন ফ্যাশন দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের। কিন্তু বেতের ঝুড়িকে কিভাবে সে শরীর ঢাকতে ব্যবহার করলেন এটাই তো আসল ফ্যাশনের পরিচয়। বর্তমানে ফ্যাশন দুনিয়ার ‘কুইন’ বলা হয় উরফি জাভেদ (Urfi Javed) -কে। প্রতিদিন ফ্যাশন নিয়ে কাটাছেড়া করা তার স্বভাব ও কাজে পরিণত হয়ে উঠেছে। তাঁর ফ্যাশনে তাবড় তাবড় নায়িকারাও কার্যত কোনঠাসা হয়ে পরেছেন।
View this post on Instagram
তবে প্রতিবারই যেন শুধুমাত্র তিনি সব লাইম লাইট নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি ভিডিও ও ফটো সমান তালে ভাইরাল হয়েছে, যেখানে উরফির সম্পূর্ণ শরীর ঢাকা হয়েছে বাঁশের তৈরী ঝুড়ির সাহায্যে। ঝুড়ি গুলির কারুকার্য এমনভাবে শরীরে মুড়ানো হয়েছে দেখে যেন মনে হচ্ছে হাতে আঁকা কোনো ছবি।
View this post on Instagram
বক্ষ ও নিতম্ব শুধুমাত্র ঢেকেছে কোনো ক্রমে। অন্যদিকে একইভাবে গোপনাঙ্গ সেই সরু বাঁশের ঝুড়ির সাহায্যেই ঢেকেছে। শুধু তাই নয় ফটোর ক্যাপশনে লিখেছেন উরফি – “এটি বাঁশের ঝুড়ি থেকে তৈরি, আমি মনে করি এটি এখন একটি মৃতপ্রায় শিল্পের পথে হেঁটে চলেছে। আমি সবসময় ভাবতাম কারিগররা কীভাবে বাঁশের অংশ দিয়ে এত চমৎকার বাসনপত্র, চেয়ার, টেবিল তৈরি করেন। এখন দেখে আমার মন উড়িয়ে দিয়েছে জাস্ট।”
View this post on Instagram
উষ্ণতা বাড়ানো উরফির সুঠাম ফিগারের এই লুকে মজে আছেন সকলে। কিন্তু কুরুচিকর কমেন্ট করতে ছাড়েননি অনেকেই। কেউ বলেছেন -‘হম জানি, উরফি তো খুবই বাঁশ ভালোবাসে’। অন্যজন লিখেছে -‘সবই দেখা গেল, এটা আবার কেমন ফ্যাশন’। তবে ফ্যাশন ভালোবাসেন এই ধরণের একাধিক ব্যক্তি উরফির বাঁশের ঝুড়ি দিয়ে তৈরী পোশাককের প্রশংসা করেছেন।