×
EntertainmentViral Video

জামার পরিবর্তে গায়ে জিন্স জড়িয়ে প্রকাশ্যে রাস্তায় উরফি, দেখে অবাক নেটবাসী, ভাইরাল ভিডিও

সেকি কান্ড! উরফি জাভেদ (Urfi Javed) জিন্স পড়তে কার্যত ভুলেই গেছেন। ফ্যাশন আইকন উরফি এমনিতেই আর পাঁচজন সাধারণ নারীর মতো পোশাকে সেজে উঠতে চান না। নিত্য দিন তার ফ্যাশন নিয়ে কাঁটা ছেড়া চলতেই থাকে। তার অনুরাগীদের জন্য যে সর্বদা সাধ্যমতো নতুন ও ফ্রেশ ফ্যাশন নিয়ে হাজির হন তা বলার অপেক্ষা রাখে না। এবার তাঁকে একদম নতুনত্ব ও অবাক করা ফ্যাশনে দেখা গেল।

জামার পরিবর্তে গায়ে জিন্স জড়িয়ে প্রকাশ্যে রাস্তায় উরফি, দেখে অবাক নেটবাসী, ভাইরাল ভিডিও -

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ডেনিম দিয়ে নিজের শরীর ঢেকেছে উরফি। ভাবলে অবাক লাগবে নতুন এই ফ্যাশনেই দেখা মিলেছে তার। প্যান্টের থেকে দুটো ফুটো বের করেছে সে যেখান দিয়ে উরফি নিজের হাত বের করেছে। আর সম্পূর্ণ প্যান্ট কেটে সে নিজের শরীরের সাথে জুড়ে দিয়েছে।

স্বাভাবতই এমন উটকো ফ্যাশন দেখে কার্যত সবাই চমকে গেছেন। সেই পোশাকের সাথে তিনি জিন্সবো হাই হিলস ও পরেছিলেন। নেটিজেনরা কমেন্ট করে কেউ লিখেছেন -‘কেউ ওনাকে বলুন জিন্স প্যান্ট কোথায় পড়তে হয়’। দ্বিতীয়জন লিখেছেন -‘তোমার হাতের ভাঙা ফোন বলছে পরের বারের ফ্যাশন এটাই হতে চলেছে।’ উল্লেখ্য এর আগে উরফি কটন ক্যান্ডি, ফুড ফয়েল প্যাক, সেফটিপিন ইত্যাদি দিয়ে পোশাক বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন।

দিন কয়েক আগেই উরফি সরব হয়েছিলেন মুম্বাইতে তাঁর ধর্ম ও ফ্যাশনের জন্য কেউ বাড়ি ভাড়া দিতে চাইছেন না। সেই কারণে মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট ও দিয়েছিলেন তিনি। তবে সেসব ভুলে উরফি আবারো যে ফ্যাশনের কাজে ফিরে এসেছেন সেটা দেখে খুশি তাঁর অনুরাগীরা।