Urfi Javed: উরফি জাভেদের বেডরুমের প্রাইভেট ছবি ভাইরাল, তা দেখে হতবাক নেটবাসী

নতুন প্রজন্মের মানুষের কাছে উরফি জাভেদের (Urfi Javed) কোনো পরিচয় দরকার হবে না। কার্যত প্রতিটা সময়ে দেশের মানুষের কাছে এক নতুনভাবে তুলে ধরছেন নিজেকে। তার ফ্যাশন কিংবা শরীরের ঝলকানি দেখা গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু বেশ চুপচাপ বিগবস ওটিটি খ্যাত উরফি। কার সাথে সম্পর্কে আছেন কিংবা জীবনের এই মোড়ে কাকে ডেট করছেন নায়িকা সেসব কিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন না।
View this post on Instagram
কিন্তু উরফির বোন আসফি জাভেদ (Asfi Javed) এবার কার্যত হাটে হাঁড়ি ভেঙে দিলেন। সম্প্রতি কার সাথে বিছানা ভাগ করেন উরফি জাভেদ জানেন? এমন ব্যক্তিগত পরিসরের চিত্রই কিন্তু সরাসরি সোশ্যাল মাধ্যমে আপলোড করেছেন বোন আসফি। তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার সামিল।
আসফির শেয়ার করা ফটোতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ঘুমাচ্ছে উরফি। তাঁর কপালে একটি হাত রাখা। বেবি পিঙ্ক রঙের সেই রুমের মধ্যে বেশ অন্ধকার আছে। কিন্তু পাশে কে আছে জানেন? উরফি নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাঁর পোষ্য বিড়ালের সাথে। হ্যাঁ এক বিছানাতেই ঘুমান তাঁর বিড়াল ও ফ্যাশন কুইন।
View this post on Instagram
পরে যদিও উরফি নিজেও সোশ্যাল মাধ্যমে সেই ফটো শেয়ার করেছেন। নেটিজেনরা কার্যত এই ফটো দেখে ব্যাপক হাসি ও মজাদার কমেন্ট করেছেন। উরফি জাভেদ নিজেকে বরাবরই ‘সিঙ্গেল’ বলে দাবি করেন। আর এই ফটো যে আরও একবার তাঁর সিঙ্গেল লাইফের প্রমাণ দিয়ে দিলো তা বলার অপেক্ষা রাখে না।