EntertainmentVideoViral Video

Urfi Javed : শরীরে নেই একটুকরো সুতো! সর্বাঙ্গে ফুলের মালা জড়িয়ে পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন উরফি, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Urfi Javed : যে কোনো ব্যক্তি চাকরি কিংবা নিজের কাজ থেকে এক সময়ের পরে অবসর নেন। কিন্তু উরফি জাভেদ (Urfi Javed) ইন্টারনেটে নিজের ছাপ রাখতে কোনো অবসর নেন না। কারণ প্রতিদিন বিতর্কের আরেক নাম হয়ে উঠছেন উরফি। বলিউডের বেবো করিনা কাপুর (Kareena Kapoor) যখন তাঁর ফ্যাশন পছন্দ করেছেন অনায়েসেই আর পিছনে ফিরে তাকানো উচিত নয় তাঁর। আবারো শরীরে কোনো রকম পোশাক ছাড়াই ক্যামেরার সামনে উপস্থিত হলেন উরফি জাভেদ (Urfi Javed)।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

উরফির শেয়ার করা নতুন ভিডিয়োতে (video) দেখা যাচ্ছে, তিনি খোঁপায় রজনীগন্ধার মালা জড়িয়ে রেখেছেন। শরীরের উপরি অংশে কিছু পড়েননি তিনি। কেবল আলতা রাঙা হাত দিয়ে স্তনবৃন্ত দুটি ঢেকে রেখেছেন কোনো ক্রমে। তাঁর কোমরে জড়ানো আছে রজনীগন্ধার মালা। তাঁর এই অদ্ভুত সাজ দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কার্যত শরীরে কিন্তু এক ছিটে ফোঁটাও কাপড় নেই তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ঘাম ঝরানো এই সাজ নেটিজেনদের একাংশের ভালো লাগলেও বেশিরভাগ মানুষ বেশ ক্ষিপ্ত। আসলে এটি রমজান (Ramadan) মাস চলছে যার ফলে এমন উদ্ভট সাজ দেখে বিরক্ত হয়েছেন অনেকেই। যে কারণে একজন কমেন্ট করে লিখেছেন -‘রমজান মাসে এসব করা উচিত নয়।’ তো দ্বিতীয় ব্যক্তি লিখেছেন -‘আপনি শেষ কবে কাজ করেছেন জানেন না কিন্তু এসব জিনিস প্রতিদিন করেন।’ যে যাই বলুক না কেন উরফি জাভেদ যে নিজের ছাড়া অন্য কারোর কথা শোনেন না সেটা স্পষ্ট।

Watch The Full Video Of Urfi Javed

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

বর্তমানে সেই ভিডিওতে ২.২ মিলিয়ন ভিউজ (Views) ছারিয়ে গেছে। ঘাস, বস্তা, মিছরি, বিদ্যুতের তার, ব্লেড এমনকি কটন ক্যান্ডি ব্যবহার করেও পোশাক বানিয়ে পরেছিলেন উরফি। অভিনয় দিয়ে নিজের ক্যরিয়ার শুরু করা উরফি বর্তমানে সম্পূর্ণ ফ্যাশনের দিকেই মনোনিবেশ করেছেন। যার ফলে এই বছরের ‘Vouge Magazine‘ কভার ফটোতে ‘ফ্যাশন কুইন’ নিজের জায়গা স্থির করে নিয়েছেন তিনি।

Urfi Javed : শরীরে নেই একটুকরো সুতো! সর্বাঙ্গে ফুলের মালা জড়িয়ে পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন উরফি, ভাইরাল ভিডিও