লজ্জার মাথা খেয়ে বুক খোলা টপে ও পলিথিনের মিনি স্কার্টে প্রকাশ্যে রাস্তায় উরফি, দেখে অবাক সাইবারবাসী

সেকি কান্ড! দিন দুয়েক আগেই জিন্স দিয়ে নিজের শরীর ঢেকেছিল উরফি জাভেদ (Urfi Javed)। তবে এবার এপার ওপার দেখা মিললো তাঁকে প্লাস্টিক পোশাকে। হ্যাঁ বাজার চলতি নীল রঙের পোশাকেই এবারে দেখা গেল উরফি জাভেদকে। নিত্য দিন তার ফ্যাশন নিয়ে কাঁটা ছেড়া চলতেই থাকে। তার অনুরাগীদের জন্য যে সর্বদা সাধ্যমতো নতুন ও ফ্রেশ ফ্যাশন নিয়ে হাজির হন তা বলার অপেক্ষা রাখে না। এবার তাঁকে একদম নতুনত্ব ও অবাক করা ফ্যাশনে দেখা গেল।
পরনে শুধুই পলিথিন। নীল রঙের সেই প্ল্যাস্টিকের পোশাক ভাল করে দেখলে বোঝা যাবে, সেটি একটি মিনি স্কার্ট! তবে প্লাস্টিক তো আর লজ্জা ঢাকতে পারবে না। তার জন্য কালো রঙের একটি সুইমিং পোশাক তার নিচে পরেছেন। স্কার্টের মধ্যে চেইন থেকে পকেট সব কিছুই আছে। স্তনবৃন্তের উপর দিয়ে সরু ফিতে ঢেকেছে কোনরকমে। স্তনের অধিকাংশই সম্পূর্ণ দৃশ্যমান এই ফটোতে।
ভাইরাল হওয়া ভিডিওতে গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিলেন বিগবস ওটিটি খ্যাত উরফি। উরফি বললেন, “কী পরেছি আর কী সেজেছি তা নিয়ে আমি কিছুই বলবো না। তোমরা নিজেরা সবটা দেখে নিয়ে তার পর বলো, কেমন লাগছে আমাকে?” যদিও নেটিজেনদের অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কেউ বলেছেন “যদি ঝাঁটা পেটার প্রতিক্রিয়া দেখানো যেত ইনস্টায়” তো কারোর বক্তব্য -“এই পাগলীটাকে আর সত্যি দেখতে ভালো লাগছে না”।
অনেকেই আবার দাবি করেছেন উরফির এই ফটো যেন শীতকালেও ঘাম ঝরাতে বাধ্য করবে সবাইকে। সবারই কার্যত একটাই বক্তব্য উরফি জাভেদ বলিউডের প্রথম সারির অভিনেত্রী না হওয়া সত্ত্বেও ফ্যাশনের সংজ্ঞা বদলে দিয়েছেন। যদিও উরফি এত বিতর্কের পরেও ট্রোলারদের কোনোদিন পাত্তা দেয় না বরং তাদের জন্যই এই নতুনত্ব ও উৎপাটাং স্টাইল নিয়ে হাজির হন।