×
Entertainment

Urfi Javed: বিয়ের আগেই মা হতে চলেছেন উরফি জাভেদ!

উন্মুক্ত পোশাকে উঁকি দিচ্ছে ফোলা পেট। তবে কি মা হতে চলেছেন উরফি জাভেদ (Urfi Javed)? গুঞ্জন নেটমাধ্যমে। নেটিজেনদের এই কানাঘুষো মন্তব্যের সোজা সাপটা উত্তর দিলেন উরফি। আসলে বিতর্ক আর উরফি এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাকে নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। পোশাকের কারণে তিনি মাঝেমধ্যেই উঠে আসেন সংবাদের শিরোনামে। এমনকি ট্রোল ও কটাক্ষের শিকারও হন।
যদিও তাতে কুচ পরোয়া নেই উরফির।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

বলতে গেলে তিনি এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। আর তাইতো তার উপর সদা বিরাজমান লাইমলাইট। পাপারাজ্জিদের সঙ্গে তার ভালোই খাতির। তবে, আবার বেফাঁস মন্তব্য শুনলে তাদের ধুঁয়ে দিতেও কুচ পরোয়া করেননা উরফি। গত রবিবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। আর তাই নিয়ে আবারও উঠে এসেছেন সংবাদের শিরোনামে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

যদিও এবার উরফির টোনড ফিগার, পোশাক কোনটিই নয় বরং নজর কেড়েছে উরফির ফোলা পেট। আর তারপর থেকেই কানাঘুষো শুরু হয়েছে নেটমাধ্যমে। কেউ কেউ উরফির ফোলা পেট দেখে তো আবার লিখেই বসেছেন যে, ‛নির্ঘাত মা হতে চলেছেন উরফি’। তাহলে কি সত্যি এবার বিয়ের আগেই মা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন উরফি জাভেদ?

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

কিন্তু আদতে কেমন ছিল ওই ভিডিও জানেন কি? ভাইরাল ওই ভিডিওতে উরফির পরণে রয়েছে সাদা রঙের বিকিনি ও প্যান্ট। তার চারপাশ ঘিরে মোটা দড়ি। সেটিকে নিয়েই উরফি ঘুরে চলেছেন। ভিডিওতে উরফি পেট বাকি অন্য সময়ের তুলনায় একটু স্ফীত দেখাচ্ছিল বটে। আর সেই থেকেই নেটিজেনদের মধ্যে জল্পনা উরফি মা হতে চলেছেন। তবে, এই জল্পনার জবাব দিলেন উরফি নিজেই।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ইন্সট্রাগ্রাম স্টোরিতে নিজের ফোলা পেটের ছবি দিয়ে উরফি লিখেছেন যে, ‛আজকাল সমান পেট মিথ হয়ে গেছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই’। এমনকি উরফি আরও লিখেছেন যে, ‛আমার পিরিয়ড শুরুর প্রথম দিনে শ্যুটটা করেছি। ফলে একটু ব্লোটেড ছিলাম। তাই সেমি প্রেগন্যান্ট লাগছে আমাকে’।

Urfi Javed: বিয়ের আগেই মা হতে চলেছেন উরফি জাভেদ! -

আর এই কথা শুনে যে, নিন্দুকদের মুখ বন্ধ হবে তা বলাই যায়। তবে, রোজ রোজ নতুন ভাবে কিভাবে সংবাদের শিরোনামে থাকতে হয় তা উরফি বেশ ভালোই জানেন।