Urfi Javed: বুকে চোখ লাগিয়ে গোপনাঙ্গ ঢাকলেন উরফি জাভেদ! লজ্জার সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী

ফের একবার অভিনব কায়দায় লজ্জা নিবারণ করলেন পোশাক শৌখিনি উরফি জাভেদ (Urfi Javed)। এবার চোখ দিয়ে বক্ষ যুগল ঢাকলেন উরফি! ভাইরাল ছবি ও ভিডিও। কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‛বিগ বস’-র (Big Boss) ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন (Television) অভিনেত্রীও বটে। নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। প্রায়শই কিছু না কিছু কান্ড ঘটিয়ে চমকে দেন নেটিজেনদের। বলা ভালো এখন ইন্টারনেট সেনসেশন হলেন উরফি (Urfi Javed)। তার অদ্ভুত ফ্যাশন দেখে অনেক সময় ভিরমি খান মানুষজন। এমনকি এই কারণে তাকে ট্রোলডও হতে হয়। কিন্তু তাতে কুচ পরোয়া নেই উরফির। বরং মাঝেমধ্যে অদ্ভুত সব পোশাকে ঝড় তোলেন নেটমাধ্যমে।
বর্তমানে বলিউডের (Bollywood) ফ্যাশানিস্তা হলেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে, এই ফ্যাশানিস্তা মাঝে মধ্যে এমন ছবি শেয়ার করেন যা দেখে ঘুম ওড়ে নেটিজেনদের। সম্প্রতি উরফি আবারও একবার তেমন ছবি ও ভিডিও পোস্ট করে একেবারে চমকে দিয়েছেন নেটিজেনদের। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। এমনকি রয়েছে একটি ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে যে, কাগজের ফুলের ডিজাইনের উপর আঁকা দুটি চোখ। আর সেই দিয়েই বক্ষ যুগল ঢেকেছেন উরফি (Urfi Javed)। আর নীচে পরেছেন জিন্স। যদিও জিন্সের বোতাম খোলাই রেখেছেন। কখনও তাকে হাত দিয়ে প্যান্টের পিছনের অংশ টেনে ধরতে দেখা যাচ্ছে। আবার কখনও সামনের অংশ টেনে ধরেছেন। পাশাপাশি স্টাইল করে বাঁধা চুল। মানানসই মেকআপ ও ন্যুড লিপস্টিকে এভাবেই একেরপর এক পোজে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
যথারীতি উরফির এই ছবি পোস্ট হওয়া মাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। বহু মানুষ হার্টের ইমোজি, ফায়ারের ইমোজি দিয়ে ভালোবাসা জানালেও অনেকেই আবার উরফিকে কটাক্ষের বন্যায় ভরিয়েছেন। এমনকি নোংরা মন্তব্য করতেও ছাড়েননি। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির (Urfi Javed) এই নয়া লুকের ছবি ও ভিডিও।