Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

Urfi Javed : বুকের উপর স্তনবৃন্ত এঁকে বেরিয়ে এলেন উরফি, উদ্ভট ফ্যাশন দেখে মাথায় হাত নেটিজেনদের

‛এটা ফ্যাশান নয় উরফি, দয়া করে এটা বন্ধ করুন’। ফের একবার অদ্ভুত পোশাকে ছবি শেয়ার করতেই নেটিজেনদের কটাক্ষ উরফিকে (Urfi Javed)। তবে, তিনি সেসব পরোয়া করেন না। আর তাইতো প্রতিবারই নিত্যনতুন ফ্যাশান (Fashion) দিয়ে তিনি চমকে দেন সকলকে। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। প্রতিদিন নিজেকে কিভাবে চর্চায় রাখতে হয় তাতে সিদ্ধহস্ত তিনি। নারীদের পোশাকের ট্যাবু ভাঙতে তিনি বরাবরই এগিয়ে।

Urfi Javed : বুকের উপর স্তনবৃন্ত এঁকে বেরিয়ে এলেন উরফি, উদ্ভট ফ্যাশন দেখে মাথায় হাত নেটিজেনদের

  • পোশাক নিয়ে তার কোনো রাখঢাক নেই। আর তাইতো নেটিজেনদের নানান ধিক্কারকে উপেক্ষা করে তিনি নিজেকে মেলে ধরেন। কখনও পাথর, কখনও ডাস্টবিন ব্যাগ, আবার কখনো খবরের কাগজ, শামুক ও টয়লেট পেপার দিয়ে নিজের ফ্যাশান (Fashion) খুঁজে নিয়েছেন। উরফির (Urfi) অদ্ভুত ফ্যাশান সেন্স দেখলে ভিরমি খেতে হবে আপনাকেও। আর পাপারাজ্জিরাও সারাদিন তার পিছনে ছুটে চলেছেন। আর এবারেও তার ফ্যাশান একেবারে ক্লিন বোল্ড করেছেন সকলকে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

  • সম্প্রতি উরফি (Urfi Javed) কালো রঙের বডিকনে ধরা দিয়েছেন। কিন্তু এই পোশাকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তার বুকের উপর স্তনবৃন্ত আঁকা। শ্বেতা মহদিক (Sweta Mohadik) নামের এক শিল্পী উরফির জন্য এই বিশেষ পোশাকটি এঁকেছেন। আর যা পরে অবলীলায় বাইরেও বেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। এমনকি পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। আর উরফির এই ছবি দেখে অনেকেই আবারও একবার উরফির সাহসের প্রশংসা করেছেন।

Urfi Javed New Outfit:

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

  • তবে, অনেকেই আবার সমালোচনা বলুন বা কটাক্ষ করতে ছাড়েননি। কেউ লিখেছেন ‛এটা ফ্যাশান নয় উরফি, দয়া করে এটা বন্ধ করুন’। আবার কেউ লিখেছেন ‛আজ থেকে তোমায় আনফলো করবো’। কেউ তাকে আবার আগামী দিনের পর্ন অভিনেত্রীর তকমা দিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির (Urfi Javed) এই পোস্ট।