Urfi Javed: উরফির ক্রপ টপের নিচ থেকে উঁকি দিচ্ছে বক্ষের একাংশ, ধেয়ে আসছে বহু কটাক্ষ

ক্রপ টপের নীচ থেকে বেরিয়ে আসছে বক্ষ যুগল! ফের উরফির (Urfi Javed) ফ্যাশান দেখে ঘাম ছুটছে সাইবারবাসীর। নেটপাড়ার প্রশ্ন ‛মুম্বাইয়ে চিড়িয়াখানা নেই’? তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‛বিগ বস’-এর (Big Boss) ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন (Television) অভিনেত্রীও বটে। নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে নিয়ে চর্চার শেষ নেই।
View this post on Instagram
প্রায়শই কিছু না কিছু কান্ড ঘটিয়ে চমকে দেন নেটিজেনদের। বলা ভালো এখন ইন্টারনেট সেনসেশন হলেন উরফি (Urfi Javed)। তার অদ্ভুত ফ্যাশন দেখে অনেক সময় ভিরমি খান মানুষজন। এমনকি এই কারণে তাকে ট্রোলডও হতে হয়। কিন্তু তাতে কুচ পরোয়া নেই উরফির। বরং মাঝেমধ্যে অদ্ভুত সব পোশাকে ঝড় তোলেন নেটমাধ্যমে। বর্তমানে বলিউডের (Bollywood) ফ্যাশানিস্তা হলেন উরফি জাভেদ (Urfi Javed)।
View this post on Instagram
তবে, এই ফ্যাশানিস্তা মাঝে মধ্যে এমন ছবি শেয়ার করেন যা দেখে ঘুম ওড়ে নেটিজেনদের। আর এবারেও ঘটলো তেমনটাই। সম্প্রতি ‛Viralbhayani’ নামের একটি ইনস্টাগ্রাম (Instagram) পেজ থেকে একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে তাকে আবারও অদ্ভুত পোশাকে দেখা যাচ্ছে। এদিন ক্রিম রঙের টপ এবং সাদা রঙের টপে দেখা মিলেছিল উরফির (Urfi Javed)। আর তাতেই ছিল বড়সড় চমক। পোশাকের সঙ্গে মাস্কও ক্যারি করেছিলেন।
View this post on Instagram
তবে, তার পোশাক এমনই ছিল ক্রপ টপের মধ্যে থেকে উঁকি দিচ্ছে বক্ষযুগল। পেট থেকে পিঠ পুরোটাই উন্মুক্ত। যারফলে তার পেটের ট্যাটুও দেখা যাচ্ছে। হালকা মেকআপ ও খোঁপা বেঁধে তিনি হাজির হয়েছেন সবার সামনে। আর তার এই ছবি দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛এই মহিলা ভারতীয় সংস্কারের অপমান করে ছাড়বে’। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন ‛মুম্বাইয়ে চিড়িয়াখানা নেই’?। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির (Urfi Javed) এই লুক।