Urfi Javed: রঙবেরঙের ফুল দিয়ে স্তনবৃন্ত ঢেকেছেন উরফি, অভিনেত্রীর বোল্ড অবতার দেখে চোখ কপালে নেটিজেনদের

বিগ বস ওটিটি থেকে শুরু করে ধারাবাহিকে অভিনয় করেও তেমন নাম করতে পারেনি উরফি জাভেদ (Urfi Javed)। তবে তার ফ্যাশন যেন জাঁকিয়ে বসেছে নেটিজেনদের মগজে। উরফির মন ভোলানো ফ্যাশন যে রাতারাতি তাকে খ্যাতি এনে দিতে সক্ষম হয়েছে। ছবি, বস্তা, মিছরি, বিদ্যুতের তার, ব্লেড, ফয়েল প্যাক এমনকি কটন ক্যান্ডি ব্যবহার করেও পোশাক বানিয়ে পরেছিলেন উরফি। সবসময়ই নতুনত্ব কিছু করে দেখানোর ইচ্ছা যেন প্রকাশ পায় তার থেকে।
তবে এবার যা পোশাক পরে সামনে আসলো উরফি তা দেখে হতবাক নেটিজেনরা। এটাকে কোনো পোশাক বলা চলে না। নিজের স্তন যুগল ঢেকেছেন রঙবেরঙের ফুলের মাধ্যমে। হ্যাঁ ভাবলে অবাক লাগলেও এই ফুলের মাধ্যমেই তার ঊর্ধাঙ্গে ঢাকা। পাঁচটি ফুল প্লাস্টিকের মাধ্যমে মুড়ে বুক ঢেকে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
নিম্নাঙ্গে তিনিই পরেছেন ডেনিম। সম্প্রতি উরফির এই পোশাকের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়ে উঠেছে। যেখানে ক্যামেরার দিকে তাকিয়ে হেঁটে আসার সময় ভারসাম্য বিঘ্নিত হয়ে পড়ে যেতে গিয়ে, ফের নিজেকে সামলে নেন উরফি। ফুল দিয়ে স্তন ঢেকেও এত কনফিডেন্স তার এক্সপ্রেশন যা অনায়েসেই ভালোলাগে। ১.৪ মিলিয়ন ভিউস ও দেড় লক্ষের বেশি লাইক এসে গেছে।
দিন কয়েক আগেই উরফিকে বিশেষ ‘গ্যালাক্সি’ পোশাকে দেখা গিয়েছিলো। যেখানে শরীরের একটা দিকের অংশ সম্পূর্ণ স্পষ্ট ছিল তার। কিন্তু ছোট বোল্ড পোশাকের জন্য ধর্ষণ ও জোর করে শারীরিক সম্পর্ক তৈরী করার মতো হুমকি পেয়েছিলেন তিনি। ধর্ষনের মতো হুমকি পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন উরফি কিছুদিন আগেই। অবোদে আফ্রিদি নামের সেই যুবকের থেকে রীতিমতো ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছিলেন উরফি। তবে পুলিশ পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করে নেয়। দেশীয় ফ্যাশনের ক্ষেত্রে যে বলিউডের নায়িকাদের থেকেও ধীরে ধীরে উরফির জনপ্রিয়তা বেড়ে উঠছে তা স্পষ্ট নেট নাগরিকদের উত্তেজনা দেখে।