Urfi Javed: ছোট্ট ছোট্ট টি-ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে পরলেন উরফি জাভেদ, ভিডিও দেখে চমকে যাবেন

টি ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে অঙ্গ ঢাকলেন উরফি (Urfi Javed)! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। বইয়ের পাতায় আমরা পড়েছি আদিম মানুষ কিভাবে গাছের ছাল দিয়ে পোশাক বানিয়ে পড়তেন সেই কাহিনী। তবে, বর্তমান সময় উন্নত হলেও উরফি যেভাবে যা কিছু দিয়ে পোশাক বানিয়ে পড়েন তাতে ভিরমি খেতে হয় সকলকে। তাকে নিয়ে যত বলা হবে ততই যেন কম হবে। প্রায়শই কোনো না কোনো কারণে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে।
View this post on Instagram
বলা ভালো নিজেকে কিভাবে লাইম লাইটে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি। আর এবারেও একবার ভাইরাল (Viral) হলেন তিনি। উরফি (Urfi Javed) মানেই বরাবরই নিত্য নতুন ফ্যাশানের হাতছানি। পোশাক নিয়ে তার নানান কাটাছেঁড়া তাকে যেন এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাথর হোক বা টয়লেট পেপার সব দিয়েই তিনি নিমেষে পোশাক বানিয়ে নিতে পারেন। আর সেই কারণে তিনি এখন সকলের ফ্যাশান সেনসেশন।
View this post on Instagram
সম্প্রতি উরফি (Urfi Javed) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে তাকে প্রথমেই টেবিলে বসে টি ব্যাগ ডুবিয়ে চা খেতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ হলে সেই চা খাওয়াটাই এনজয় করতো। কিন্তু এটা তো উরফি। তার কাছে নিত্য নতুন অদ্ভুত পোশাকেই আসে আসল মজা। আর তাই চা খেতে খেতে হঠাৎ তাকে দেখা গেল ওই টি ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে ফেলতে। আর তা তিনি পরে পোজও দেন।
View this post on Instagram
টেনে বাধা চুল ও কানে কালো ইয়ার রিং সহ মানানসই মেকআপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। শেষে সেই টি ব্যাগের ড্রেসটিকে জল দিয়ে আবার ভিজিয়েও দিতে দেখা গেছে তাকে। যথারীতি উরফির এই ভিডিও (Video) প্রকাশ্যে আসামাত্রই একেরপর এক কটাক্ষের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। আবার কেউ তো উরফির এই ক্রিয়েটিভিটির জন্য তাকে ১০০ নম্বরও দিয়ে দিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির (Urfi Javed) নয়া লুক।