Urfi Javed: ব্যাগ থেকে পোশাক বানিয়ে গোপনাঙ্গ ঢাকলেন উরফি! দেখে তাজ্জব নেটদুনিয়া

এবার ব্যাগ দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন উরফি জাভেদ! মুহূর্তে ভাইরাল ভিডিও। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‘বিগ বস’-র (Big Boss) ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন (Television) অভিনেত্রীও বটে। নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। প্রায়শই কিছু না কিছু কান্ড ঘটিয়ে চমকে দেন নেটিজেনদের। বলা ভালো এখন ইন্টারনেট সেনসেশন হলেন উরফি (Urfi Javed)। তার অদ্ভুত ফ্যাশন দেখে অনেক সময় ভিরমি খান মানুষজন। এমনকি এই কারণে তাকে ট্রোলডও হতে হয়। কিন্তু তাতে কুচ পরোয়া নেই উরফির। বরং মাঝেমধ্যে অদ্ভুত সব পোশাকে ঝড় তোলেন নেটমাধ্যমে।
বর্তমানে বলিউডের (Bollywood) ফ্যাশানিস্তা হলেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে, এবার এই ফ্যাশানিস্তা মাঝে মধ্যে এমন ছবি শেয়ার করেন যা দেখে ঘুম ওড়ে নেটিজেনদের। সম্প্রতি উরফির একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যেখানে তাকে ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে পরতে দেখা গিয়েছে। ভিডিওর (Video) শুরুতেই উরফির পরণে একটি সাদা রঙের টি-শার্ট ও নীল রঙের ট্রাউজার প্যান্ট দেখা যাচ্ছে। কাঁধে একটি ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছেন।
View this post on Instagram
আর তারপর হঠাৎ করেই তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তা হল ওই ট্যান ব্যাগ থেকে তিনি একটি পোশাক বানিয়ে ফেলেন। যেটি কিনা লেদারের। উরফির ওই পোশাকের উপরের অংশে রয়েছে একটি টিউব টপ আর নিচের অংশে রয়েছে ছোট স্কার্ট। ব্যাগের দুটি হ্যান্ডেল স্কার্টের সঙ্গে যুক্ত। সবশেষে স্কার্টের চেইন থেকে উরফিকে (Urfi Javed) টাকা বের করতে দেখা যায়। এদিন স্মোকি আই, ব্রাউন লিপস্টিক ও বান বাঁধা চুলে নিজেকে সাজিয়ে তুলেছিলেন উরফি।
View this post on Instagram
এই ভিডিও (Video) শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, তিনি এই পোশাকটি বানিয়েছেন যা তার কোনো পার্টিতে পরার ইচ্ছে রয়েছে। যথারীতি উরফির এই পোশাক দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। তবে, এবারে বেশীরভাগ মানুষই উরফির পোশাকের প্রশংসা করেছে। এই পোশাকটি যে আগের পোশাকের যে অনেক ভালো তাও জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির (Urfi Javed) এই ভিডিও।